পশ্চিমবঙ্গের পোস্টাল সার্কেল এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গেই নিয়োগ করা হবে অতএব পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি পোস্ট অফিসের চাকরি করতে চান তাহলে এই খবরটি অবশ্যই বিস্তারিতভাবে করুন এখান থেকে আপনি চাকরি সম্বন্ধে যাবতীয় আপডেট পেয়ে যাবেন। কিভাবে আবেদন করবেন ও এই চাকরি সম্বন্ধে বিস্তারিত জানতে নিচে অফিশিয়াল নোটিফিকেশন আছে সেটি পড়ে নেবেন। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আবেদন চলছে 24 শে নভেম্বর এর আগেই আবেদন করতে পারবেন।
নিয়োগ সংস্থা : West Bengal Postal Circle ( পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেল)
পদের নাম : এখানে তিনটি পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে –
1.Postal Assistant(51),
2.Post Man(48),
3.Sorting Assistant(25)
মোট শূন্যপদ: মোট 124 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে । এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এ 51 টি শুন্যপদ রয়েছে। পোস্টম্যানের রয়েছে 48 টি শূন্যপদ এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে 25 টি শূন্যপদ।
আবেদন পদ্ধতি: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করলে এর নিচে আবেদনের ফরমটি দেওয়া আছে সেখান থেকে আপনারা ফরমটি ডাউনলোড করতে পারেন। আবেদন করতে হবে নিচের ঠিকানায় –
Address: “The Assistant Director (Recruitment), Office of the Chief Postmaster General, West Bengal Circle, P-36, CR Avenue, Yogayog, Bhawan, Kolakata – 700012″
শিক্ষাগত যোগ্যতা : পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও সর্টিং অ্যাসিস্ট্যান্ট এর জন্য উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং আপনি যদি পোস্টম্যানের জন্য আবেদন করেন তাহলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন : পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও সর্টিং অ্যাসিস্ট্যান্ট এর বেতন হল প্রতিমাসে – 25,500-81,100/- টাকা।
পোস্টম্যানের বেতন প্রতিমাসে 21,700 – 69,100/- টাকা।
বয়স : আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 18 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি OBC ক্যান্ডিডেট হন তাহলে 3 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি SC ক্যান্ডিডেট হন তাহলে 5 বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি PWD ক্যান্ডিডেট হন তাহলে আপনি 10 বছর বয়সের ছাড় পাবেন।
আবেদন মূল্য : এখানে আবেদন করতে আপনাকে কোন রকম টাকা দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি আবেদন করতে পারেন।
আবেদনের শেষ তারিখ : এখানে 15 ই নভেম্বর 2021 তারিখে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে 24 নভেম্বর 2021 পর্যন্ত।
How many age required for post man of esm(from army).
Retired army person how many age for pion post.
12
Hi I'm laboni sarkar
I AM RAJA UDDIN SHIKH
Hi!
I'm Bittu singha.
Hi I'm Uma Kumar