পশ্চিমবঙ্গে পৌরসভা কমিশনের মাধ্যমে প্রচুর পরিমাণে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

By bengalpravakar.com

Updated on:

পশ্চিমবঙ্গে পৌরসভা কমিশনের মাধ্যমে প্রচুর পরিমাণে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের পৌরসভার মাধ্যমে ১২৮ টি শূন্যপদে WBMSC এর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানেযে সব শুন্য পদ রয়েছে সেগুলো হলো সহকারী মহাব্যবস্থাপক, ডেপুটি জেনারেল ম্যানেজার,   জুনিয়র সহকারী ব্যবস্থাপক, জেলা ম্যানেজার, কর্মকর্তা ও DDO, বাণিজ্যিক ইন্সপেক্টর স্টেনোগ্রাফার, নিরীক্ষক, আইন সহকারী সহকারী প্রকৌশলী (নাগরিক অ্যাকাউন্ট  ), সাব-সহায়ক প্রকৌশলী (সিভিল / বৈদ্যুতিন), সহায়িকা গ্রেড -২ এবং ক্যাশিয়ার। 



যোগ্যতা : এই চাকরির আবেদনের জন্য পদ অনুযায়ী  উচমাধমিক স্নাতক ও মাস্টার ডিগ্রি পাস্ করা দরকার।  

আবেদনের শেষ তারিক :এই পদের আবেদনের শেষ তারিক হলো ০৪/১২/২০২০। 

 আবেদন ফি : এই পদে আবেদনের জন্য আপনাকে ২২০ টাকা আবেদন ফী দিতে হবে।  আপনি যদি sc/st/ হয়ে থাকেন তাহলে আপনাকে ৭০ টাকা আবেদন ফী দিতে হবে। 

পশ্চিমবঙ্গ পৌরসভা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট মাধ্যমেও আপনি আবেদন করতে পারবেন।আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হন তবে wbmsc.org এই  ওয়েবসাইডে গিয়ে বিস্তারিত তত্ত্ব সংগ্রহ করতে পারেন। 

Leave a Comment