পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুলের এবং D.el.ed ও B.ED কলেজে শিক্ষক নিয়োগ | WB School and d.el.ed B.ED College Teachers Recruitment

By bengalpravakar.com

Updated on:

 

আবারো পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে ও বিএড কলেজে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আবারো শিক্ষক হওয়ার সুযোগ দিচ্ছে রাজ্যের একাধিক স্কুল ও বিএড কলেজ। আপনি যদি স্কুলে শিক্ষক হতে চান এবং শিক্ষক হওয়ার জন্য সমস্ত ডিগ্রী অর্জন করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিশাল বড় একটি সুখবর। পশ্চিমবঙ্গের কিছু স্কুলে ও বিএড কলেজে নিয়োগ হতে যাচ্ছে শিক্ষক। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে সেখান থেকে জেনে নিতে পারেন।

1. St. Joseph’s High School- শিক্ষক নিয়োগ


পদের নাম:
বিভিন্ন বিষয়ের শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ।


যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ হবে:
এখানে 3 টি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল –


  • সাঁওতালি ভাষায় শিক্ষক

  • ভূগোল শিক্ষক

  • ইংরেজি শিক্ষক


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে শিক্ষক হতে চান তাহলে আপনাকে ওই নির্দিষ্ট বিষয়ে গ্রাজুয়েশন ও M.A/M.SC পাস করতে হবে সঙ্গে আপনার B.ED করা থাকতে হবে।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


বেতন :
ROPA 2019 অনুযায়ী যে বেতন কাঠামো আছে আপনাকে ঠিক সেরকম বেতন দেওয়া হবে । 
আবেদন পদ্ধতি: স্কুলের সেক্রেটারির কাছে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতা ও আধার কার্ড ভোটার কার্ড সেল্ফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা: 
St. Joseph’s High School, P.O- Rajibpur, P.S- Gangarampur, Dist- Dakshin Dinajpur, Pin-733124, West Bengal,
Mobile No- 9434968551.

                                     

2. Hat Chapra King Edward High School(HS)- শিক্ষক নিয়োগ


পদের নাম:
বিভিন্ন বিষয়ের শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ।


যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ হবে:
এখানে 3 টি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল –


  • ইংরেজি শিক্ষক,

  • কেমিস্ট্রি ,

  • পিওর সাইন্স


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে শিক্ষক হতে চান তাহলে আপনাকে ওই নির্দিষ্ট বিষয়ে গ্রাজুয়েশন ও M.A/M.SC পাস করতে হবে সঙ্গে আপনার B.ED করা থাকতে হবে।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


বেতন :
ROPA 2019 অনুযায়ী যে বেতন কাঠামো আছে আপনাকে ঠিক সেরকম বেতন দেওয়া হবে ।

 

আবেদন পদ্ধতি
: স্কুলের সেক্রেটারির কাছে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতা ও আধার কার্ড ভোটার কার্ড সেল্ফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:To The Secretary, Hat Chapra King Edward High School(HS), Po- Bangaljhi, Nodia,741123.

B.Ed ও D.EL.ED কলেজের শিক্ষক নিয়োগ

B.ED কলেজের সমস্ত বিষয়ের উপর শিক্ষক নিয়োগ করা হচ্ছে। বিএড কলেজে d.el.ed ও b.ed এর প্রত্যেকটি বিষয়ের উপরে শিক্ষক নিয়োগ করা হবে। আপনি যদি বিএড কলেজে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে নিয়োগ করতে হবে। চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে সেখান থেকে ভালো করে দেখে নিন।


কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ:
Requested Principal & Asst. Prof. In all subject for b.ed & d.el.ed.


ইন্টারভিউ এর তারিখ:
আপনি যদি এখানে ইন্টারভিউ দিতে চান তাহলে আপনাকে 27 নভেম্বর ও 28 নভেম্বর 2021 তারিখে উক্ত b.ed কলেজে ইন্টারভিউ এর জন্য উপস্থিত থাকতে হবে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
আপনি এখানে আবেদন করতে চাইলে আপনার বায়ো ডাটা সহ আপনার সমস্ত ডকুমেন্টস পাঠাতে হবে নিম্নলিখিত ইমেইল আইডিতে ইমেইলের মাধ্যমে-
Secretary.mother@gmail.com


আবেদনের শেষ তারিখ:
আপনাকে এখানে আবেদন করতে হবে- 25.11.2021 তারিখের মধ্যে।


B.ed কলেজের ঠিকানা
– Mother Teresa Institute of Education & Research, Nadibhag, Taki Rd. Kazipara, Barasat, Kol- 125, Call-7278461031

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment