পশ্চিমবঙ্গে 7000 নতুন রেশন ডিলার নিয়োগ, সকলেই আবেদনযোগ্য | WB New 7000 Ration Dealers Recruitment 2022

By bengalpravakar.com

Published on:

 

পশ্চিমবঙ্গের ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট তথা খাদ্য দপ্তরের তরফে দীর্ঘদিন আগেই নতুন করে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং যে নিয়োগের ঘোষণা করা হয়েছিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ হয়নি অবশেষে এই নিয়োগের নতুন করে আবারো কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এই নিয়োগ চলছে এবং বেশ কিছু জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এছাড়াও রাজ্যের সমস্ত জেলাতেই এই নিয়োগ হবে, যেখানে চাকরিপ্রার্থীরা সরাসরি অনলাইনে আবেদন জানাতে পারবেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে চলছে বিশাল বড় একটি নিয়োগ। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর এর পক্ষ থেকে বিরাট শূন্যপদে অসংখ্য রেশন দোকানে রেশন ডিলার নিয়োগ করা হবে। এখানে পশ্চিমবঙ্গের সকল বাসিন্দা আবেদন করতে পারবেন। প্রধানত নারী-পুরুষ নির্বিশেষে যে কেউ এখানে আবেদনের যোগ্য। ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় যে কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করা যাবে এই নিয়োগের জন্য।

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর এর পক্ষ থেকে এ নিয়োগ করা হবে।

পদের নাম: পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের তরফে যে পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটি হল মূলত রেশন ডিলার পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ: অঢেল শুন্য পদে নিয়োগ করা হবে। আপাতত 7000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে।

আবেদন প্রক্রিয়া : এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যারা যারা নতুন করে এই চাকরির জন্য আবেদন করতে চান তাদের সুবিধার্থে নিচে অনলাইনে আবেদন পদ্ধতি আলোচনা করা হলো-
1 . প্রথমে আপনাকে এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://food.wb.gov.in/

2. এরপর আপনাকে  PDS LICENSING এখানে ক্লিক করবেন । এখানে ক্লিক করার পরে আপনারা Apply for new Fair Price Shop  এই অপশনে ক্লিক করবেন।

3. এর ঠিক পরমুহূর্তে আবেদনকারীর সামনে একটি ফ্রম খুলবে সেখানে আবেদনকারীকে মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার এন্টার করার পরে আবেদনকারীর মোবাইলে ওটিপি আসবে ওটিপি দেওয়ার পরেই আবেদনে ফরমটি খুলে যাবে।

4. এরপর আবেদনকারীকে লগইন করে ফর্ম ফিলাপ করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস : আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে নিচের দেওয়ার ডকুমেন্টস গুলো সঙ্গে রাখতে হবে-

1.এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস তাই মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস প্রয়োজন।

2. এখানে আবেদন করতে ইচ্ছুক হলে প্রথমেই ব্যাংকে গিয়ে আবেদন মূল্য জমা দিয়ে আসতে হবে এবং এর রিসিভ কপি অনলাইনে সাবমিট করতে হবে।

3. মাধ্যমিকের এডমিট কার্ড

4. আপনার পাস্পোর্ট সাইজের রঙিন কালার ফটোকপি সিগনেচার আপলোড করতে হবে।

4. আপনার আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড ,রেশন কার্ড

5. আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস

6. আপনার ছয় মাসের ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজেকশন স্টেটমেন্ট

7. বয়সের প্রমাণপত্র

8.স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র

আবেদনের শেষ তারিখ: ইতিমধ্যেই এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন সব সময়ই। তাই এখানে আবেদনের কোন শেষ তারিখ বলা হয়নি।

বয়স: এখানে আবেদন করার নির্দিষ্ট কোন বয়সের কথা উল্লেখ করা হয়নি তবে এক্ষেত্রে একুশ বছরের বেশি বয়স হলেই আবেদন করার সুযোগ পাওয়া যাবে এবং সমস্ত বয়সের প্রার্থীরাই এখানে আবেদন করার সুযোগ পাবেন।

রেশন ডিলার নিলে কেমন টাকা উপার্জন হবে? রেশন ডিলার নিলে আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন এখানে আপনি প্রতি মাসে ৫০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। রেশন ডিলারশিপ নেওয়ার পরে আপনার যত কাস্টমার থাকবে আপনি তার উপরে তত বেশি কমিশন বা কামানোর সুযোগ পাবেন।

আপনাকে যেই ফরম্যাট এ আবেদন করতে হবে সেই ফরমটি নিচে দেওয়া হল-


MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন
Telegram Channel:CLICK HERE

Leave a Comment