পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ , বেতন: 36,000 টাকা | PNB Bank Recruitment 2022

By bengalpravakar.com

Published on:

 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর তরফ থেকে বিশাল বড় একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রচুর শূন্যপদে ও বিভিন্ন যোগ্যতায় প্রচুর কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের তথা ভারতের নাগরিক তারা সকলেই এখানে চাকরি করার সুযোগ পাবেন। শতাধিক শূন্য পদে এখানে কর্মী নিয়োগ করা হবে । পুরুষ মহিলা সকল চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে পারবেন এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীকে প্রচুর পরিমাণে বেতন দেওয়া হবে। এখানে চাকরি প্রার্থীদের সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদনের লিংক দেওয়া আছে এখান থেকে আপনাদের সরাসরি আবেদন করতে পারবেন। যে সমস্ত চাকরিপ্রার্থী সরকারি চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন নিচের চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হল।

নিয়োগকারী সংস্থা: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)।

যেসব পদে কর্মী নিয়োগ করা হবে: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর তরফ থেকে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল –

1. Officer (Fire-safety)- 23

2. Manager(Security)– 80

আবেদনকারীর বয়স: যে সংস্থা চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন তাদের বয়স হতে হবে অবশ্যই 21- 35 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। OBC চাকরিপ্রার্থীদের এখানে 3 বছর বয়সের ছাড় দেওয়া হবঃ এবং SC/ST চাকরিপ্রার্থীদের এখানে 5 বছর বয়সের ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরি করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস।

নিয়োগ পদ্ধতি: এখানে চাকরি প্রার্থীদের সরাসরি অনলাইনে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

বেতন: আফিসার পদে চাকরি করলে এখানে প্রতি মাসে Rs. 36,000 – 63,840/- টাকা করে বেতন দেওয়া হবে।ম্যানেজার পদে চাকরি করলে এখানে প্রতি মাসে Rs. 48,170 – 69,810/- টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: যে সমস্ত চাকরিপ্রার্থীকে চাকরি করতে ইচ্ছুক তাদের সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে সেটি ফিলাপ করে জমা দিতে হবে। আবেদনপত্রের লিঙ্ক নিচে দেওয়া হলো যেখান থেকে সরাসরি আবেদন পত্রটি ডাউনলোড করে অফলাইনে আবেদন করতে পারবেন। আবেদন পত্র কে ডাউনলোড করে এর সঙ্গে প্রয়োজন ডকুমেন্টসগুলো সংযুক্ত করে সেটি নিচের ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: এখানে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 04-08-2022 তারিখ থেকে এবং অনলাইনে আবেদন চলছে 30-08-2022 তারিখ পর্যন্ত।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Chief Manager (Recruitment Section), HRD Division, Punjab National Bank, Corporate Office, Plot No 4, Sector 10, Dwarka, New Delhi -110075

যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভালো করে পড়বেন এবং চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তবে অনলাইনে আবেদন করবেন।


OFFICIAL NOTICE: CLICK HERE
Application Form 1: CLICK HERE
Application Form 2: CLICK HERE

Leave a Comment