পোস্ট অফিসের এই স্কিমে 100 টাকা জমা করে পেয়ে যান 16 লক্ষ টাকা | post office new scheme

By bengalpravakar.com

Published on:

 

মাত্র ১০০ টাকা জমা দিয়ে পেয়ে যান ১৬ লক্ষ টাকা। অবাস্তব মনে হলেও এই ঘটনাটি সত্যি। বর্তমান দিনে মানুষ যেমন অর্থ উপার্জন করছে ঠিক তেমনি ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করেও অর্থ কিছু পরিমাণের সঞ্চয় করে রাখছে। এবার নতুন একটি আপডেট বেরিয়ে এসেছে যেখানে বলা হয়েছে পোস্ট অফিসে শুধুমাত্র ১০০ টাকা জমা করলেই আপনি মেয়াদ শেষে একবারে ১৬ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন। সাম্প্রতি এই সুযোগ দিচ্ছে ভারতীয় পোস্ট অফিস। তাই চিন্তার কোন কারণ নেই নিশ্চিন্তায় আপনারা এখানে টাকা জমা করতে পারেন।

জানা গিয়েছে পোস্ট অফিসের নতুন একটি স্ক্রিন এসেছে যেখানে 100 টাকা করে জমা করে আপনি মেয়াদ শেষে একবারে ১৬ লক্ষ টাকা পেয়ে যাবেন। রেকারিং ডিপোজিট হিসেবে আপনাকে পাঁচ বছরের জন্য ব্যাংক একাউন্ট খুলতে হবে। এছাড়াও জানা গিয়েছে আপনি যদি এই অ্যাকাউন্ট খুলে এখানে টাকা রাখেন তাহলে আপনাকে উচ্চহারের সুর দেওয়া হবে যেমনটা সুদ ফিস্ক ডিপোজিটে টাকা রাখলে পাওয়া যায়। এই সুবিধা ১ এপ্রিল ২০২০ তারিখ থেকে চালু হয়েছে রাজ্যে।

এই ভিকারিং ডিপোজিতে আপনি যদি টাকা জমা রাখেন তাহলে প্রতি তিন মাস অন্তর অন্তর আপনার সুদ দেওয়া হয় এবং সুদের হার নির্ভর করে। এই অনুযায়ী আপনি যদি এখানে ১০০ টাকা করে জমা করেন তাহলে আপনি দশ বছর পরে মোট সুদসহ একবারে ১৬ লক্ষ টাকা পেয়ে যাবেন। তবে এখানে একাউন্ট ওপেন করলে আপনাকে সময় মত টাকা জমা করতে হবে।

চাকরির সম্বন্ধীয় ও নিত্যনতুন এই ধরনের আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment