ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে শতাধিক শূন্য পদে একসাথে বিরাট নিয়োগ | Food Corparation Department Reqruitment

By bengalpravakar.com

Published on:

 

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য আবারো নতুন করে একটি বিশাল বড় চাকরির সুখবর। ইতিমধ্যেই খাদ্য দপ্তরের তরফে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শতাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যাদের সরকারি চাকরি একমাত্র উদ্দেশ্য মূলত তাদের জন্যই নতুন করে এই সুখবরটি। ইতিমধ্যেই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ খাদ্য দপ্তরের মূলত এই নিয়োগ। এটি পুরোপুরি কেন্দ্র সরকারের চাকরি তাই যারা যারা এখানে চাকরি পাবেন তাদের প্রচুর পরিমাণে কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে। পুরুষ ও মহিলা সকল ধরনের চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন করার সুযোগ পাবেন নিচে চাকরির সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হল। যেগুলো দেখে চাকরির সম্বন্ধে বিস্তারিত তথ্য সংগ্রহ করে সরাসরি আবেদন করবেন।

শূন্য পদের নাম :- এখানে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত শূন্য পদে এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই শূন্য পদের নাম গুলি হল-

 ডেপুটি ম্যানেজার ,

 জেনারেল ম্যানেজার , 

মুভমেন্ট ম্যানেজার , 

একাউন্টন্স ম্যানেজার , 

 সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যানেজার , 

ইলেকট্রিক্যাল ম্যানেজার , 

টেকনিক্যাল ম্যানেজার , 

মেকানিক্যাল ম্যানেজার , 

ম্যানেজার হিন্দি।

বয়স :- আপনি যদি এই চাকরি করতে চান তাহলে আপনার নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। এছাড়া আপনি SC/ST ক্যান্ডিডেট হন আপনি ৫ বছর বয়সের ছাড় পাবেন। আর আপনি যদি OBC ক্যান্ডিডেট হয় আপনি ৩ বছর বয়সের ছাড় পাবেন। এবং শারীরিক দিক থেকে সক্ষম হতে হবে।

আবেদন প্রক্রিয়া :- এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। একজন প্রার্থী একটি পদের জন্যই এখানে আবেদন করতে পারবে। প্রার্থীদের অনলাইন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট (https://fcl.gov.in) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর চাকরিপ্রার্থীদের লগইন করে মূল ফর্মটি ফিলাপ করতে হবে। তারপর প্রার্থীদের আবেদন পত্রটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আপলোড করতে হবে। প্রার্থীর নাম ঠিকানা বয়স শিক্ষাগত যোগ্যতা ফোন নাম্বার ইমেইল আইডি যাবতীয় তথ্য ফিলাপ করতে হবে। তারপর  একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো দিতে হবে। আবেদন পত্রটি ফিলাপ হয়ে গেলে সবকিছু মিলিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া :- প্রার্থীদের সিবিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষা কবে কোথায় হবে তা প্রার্থীদের নিজস্ব ইমেল আইডির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সিবিএস পরীক্ষায় পাস করলে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ইন্টারভিউ সিলেক্ট হলে ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। প্রার্থীদের প্রথমে ম্যানেজমেন্ট ট্রেনিং হিসাবে ট্রেনিং নিতে হবে তারপর প্রার্থীদের নির্দিষ্ট পদে ম্যানেজমেন্ট হিসাবে নিযুক্ত করা হবে।

বেতন :- এখানে বিভিন্ন পদে জন্য প্রার্থীদের ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়া সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন মূল্য :- General ও OBC ক্যানডিডেটদের জন্য ৮০০ টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে। ST, SC, PWD, EWS প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য ধার্য করা হয়নি।

এছাড়াও এই চাকরির সম্বন্ধীয় আর বিস্তারিত তথ্য জানতে অবশ্যই নিচের দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়বেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment