ফের থমকে গেল উচ্চ প্রাথমিকে নিয়োগ! আবারো মামলা দায়ের কলকাতা হাইকোর্টে ! উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ লিস্টে করচুপির অভিযোগ কমিশনের বিরুদ্ধে

 

উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ লিস্টে করচুপির অভিযোগ কমিশনের বিরুদ্ধে

দীর্ঘ আইনি জটিলতায় আটকে ছিল আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া । অবশেষে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন 14000 আপার প্রাইমারি নিয়োগ করা হবে।সেইমত আজ প্রকাশিত হয়েছে ইন্টারভিউ লিস্ট। আবারো কিন্তু সেই লিস্ট ঘিরে বিরাট বিতর্ক ও অসঙ্গতির অভিযোগ উঠেছে। উচ্চ প্রাথমিকের প্রকাশিত তালিকা সম্পুর্ণ বেআইনি, উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ লিস্টে কারচুপির কথা উল্লেখ করে আইনজীবী ফিরদৌস শামিম এই কথাই জানিয়েছেন । বিচারপতি মৌসুমী ভট্টাচার্য যে নির্দেশিকা দিয়েছিলেন তা মান্য করেনি কমিশন। বিচারপতি স্পষ্ট জানিয়েছিলেন, নামের তালিকা প্রকাশ করার পাশাপাশি প্রাপ্ত নাম্বার উল্লেখ করতে হবে। কিন্তু তা করেনি কমিশন। যা নিয়ে আবার স্বজনপোষন ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

অনেকেরই এমন শোনা যাচ্ছে এর আগের লিস্টে নাম ছিল কিন্তু এই নতুন লিস্টের নাম আসেনি তাই তারাও একজোট হয়ে কলকাতা হাইকোর্টে আবার মামলা করতে যাবে বলে জানা যাচ্ছে।অন্যদিকে সকলের মনে একটাই প্রশ্ন কমিশন নাম্বার নিয়ে কেন গোপনিয়তা রক্ষা করবে। যে যত নাম্বার পেয়েছে সেটা জানিয়ে দিলে এতে কেউ বিরোধিতা করবে না এবং সকলেরই এতে উপকার হবে।কিন্তু কমিশন নাম্বার নিয়ে বরাবরই গোপনিয়তা রক্ষা করছে এবং এই নিয়ে সকলের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।তাই কমিশনের বিরুদ্ধে আবারো মামলা হতে পারে কলকাতা হাইকোর্টে এবং মামলা হলে আবার নিয়োগ প্রক্রিয়া আটকে যাবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment