ফের লকডাউনের সম্ভাবনা আমাদের রাজ্যে।

By bengalpravakar.com

Updated on:

ফের  লকডাউনের সম্ভাবনা আমাদের রাজ্যে। আগের মতো কন্ট্যান্টমেন্ট জোনে ফিরতে চলেছে আমাদের  রাজ্যে। রাজ্যে প্রতিদিন প্রচুর পরিমানে বৃদ্ধি পাচ্ছে করোনা।  গোটা  সহ সমগ্র দেশে করোনা উর্ধমুখী। এহেন পরিস্তিতিতে  ছাড়া আর কোনো উপায় নেই বাঁচার। এবার এই করোনা  নিয়ন্ত্রণে আনতে মাইক্রোকন্ট্রোলার জনে ফিরছে প্রায় আড়াই মাস পরে আমাদের রাজ্য। 

সোমবার নবান্নের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্য সচিব আলপনা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী ও সব জেলার জেলা শাসকের নিয়োগ করণা নিয়ন্ত্রণে কি প্রস্তুতির জরুরি সে নিয়ে বৈঠক করেন। কোন বাড়িতে কেউ করোনা আক্রান্ত হলে সেই বাড়িটা অন্যদের প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে

Leave a Comment