বকেয়া DA মেটানো নিয়ে চরম চাপের মধ্যে রাজ্য সরকার, সরকারি কর্মীদের জন্য খুশির খবর | WB Govt Job Employee

দীর্ঘদিন ধরে বকেয়া DA আদায়ের লক্ষ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারি কর্মীদের করা মামলার অতি শীঘ্রই অবসান ঘটতে চলেছে। গত রবিবার অর্থাৎ নতুন বছরের শুরুতেই প্রাপ্য বকেয়া ডি.এ নিয়ে আশার আলো দেখতে পেলেন রাজ্য সরকারের অধীনস্থ কর্মীরা। আগামী ১৬ ই জানুয়ারি বকেয়া ডি.এ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যে শুনানি হওয়ার কথা রয়েছে তাতে আদালতের রায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে যাবে বলেই আশা করা হচ্ছে। গত রবিবার রাজ্য সরকারি কর্মী সংগঠনের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে এক বৈঠকে এমনটাই আশ্বাস দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি এও বলেছেন যে ২০১৬ সাল থেকে বকেয়া ডি.এ আদায় কে কেন্দ্র করে আদালতে যে মামলা চলছে আগামী ১৬ ই জানুয়ারিতে ই সেই মামলার অবসান ঘটবে অর্থাৎ মামলার রায় সরকারি কর্মীদের পক্ষে যাবে বলেই তিনি মনে করছেন।

             বহু দিন ধরে রাজ্য সরকারি কর্মীরা তাদের প্রাপ্য বকেয়া DA আদায়ের উদ্দেশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রথমে হাইকোর্টে তারপর সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার পরও যখন দেখলেন যে সরকার তাদের কথায় কোনো আমল দিচ্ছে না উল্টে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে সব দপ্তর গুলির বিভিন্ন শাখা অফিস আমাদের রাজ্যে গড়ে উঠেছে এবং রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয় সেই সব দপ্তরের কর্মীদের প্রত্যেক বছর বছর এমনকি সপ্তম পে কমিশন অনুযায়ী এই অক্টোবর মাসেও তাদের প্রাপ্য DA সময় মতো পশ্চিমবঙ্গ সরকার মিটিয়ে দিচ্ছে। এছাড়াও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্প্রতি ত্রিপুরার রাজ্য সরকারি কর্মীদের ১২% ডি.এ বৃদ্ধি করেছেন। যার ফলে আগে যেখানে ত্রিপুরার রাজ্য সরকারি কর্মীদের ডি.এ বা মহার্ঘ্য ভাতার পরিমাণ ছিল ৮% এখন তার উপর ১২% বেড়ে দাঁড়িয়েছে ২০% এ। সুতরাং এই মুহূর্তে ত্রিপুরার রাজ্য সরকারি কর্মী ও পেনশন ভোগীরা এই বর্ধিত ২০% ডি.এ বা মহার্ঘ্য ভাতার সুবিধা ভোগ করছেন। আর এই ডি.এ বাড়াতে গিয়ে ত্রিপুরা সরকারের কোষাগার থেকে খরচ হয়েছে মোট ১৪৪০ কোটি টাকা।

     অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন ও ওই রাজ্যের রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য বেতনের উপর আরও ৪% হারে ডি.এ ঘোষণা করেছেন। সুতরাং তামিলনাড়ুর সরকারি চাকুরিজীবী ও পেনশন ভোগীরা মিলিয়ে মোট ১০ লক্ষ রাজ্য সরকারি কর্মী এই বর্ধিত ডি.এ এর সুবিধা ভোগ করছেন। আর এইসব দেখে খুব স্বাভাবিক ভাবেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এতটাই বেশি রেগে গিয়েছেন। 

       আর এই রাগ বশত তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ১৬ ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ডি.এ মামলা নিয়ে যে শুনানি হওয়ার কথা রয়েছে তাতে যদি মামলার রায় তাদের পক্ষে রায় তাহলে ভালো কথা আর যদি তা না হয় তাহলে আগামী ২৭ শে জানুয়ারি তারা সারা রাজ্য জুড়ে সমস্ত রাজ্য সরকারি দপ্তর গুলিতে কর্মবিরতি পালন করবেন। এছাড়াও ওই দিন তারা সারা কলকাতা শহর জুড়ে রাস্তায় রাস্তায় বসে অনশন কর্মসূচি পালন করার ও  সিদ্ধান্ত নিয়েছেন।

       সেই সঙ্গে তারা এও জানিয়েছিলেন যে এইসব কিছু করার পরেও যদি রাজ্য সরকারের টনক না নড়ে অর্থাৎ সরকার যদি তাদের প্রাপ্য বকেয়া DA মিটিয়ে না দেন তাহলে এবারে তারা অনির্দিষ্টকালের জন্য পেনডাউন করবেন। আর সবকিছু মিলিয়েই প্রচন্ড চাপের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১৬ ই জানুয়ারি মামলার রায় রাজ্য সরকারের পক্ষে যাবে নাকি রাজ্য সরকারি কর্মীদের পক্ষে যাবে এখন সেটাই দেখার বিষয়।


MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment