বন দপ্তরে প্রচুর পরিমাণে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ | Forest Department Government Job

By bengalpravakar.com

Published on:

 বেকার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। বন দপ্তরের অধীনে আবারও নতুন করে বিভিন্ন ধরনের গ্ৰুপ ‘সি’ ও ‘ডি’ পদে কর্মী নিয়োগের জন্য সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা দেশের যে কোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন পুরুষ মহিলা উভয় বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তবে তাকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট পদ গুলিতে স্থায়ী কর্মী নিয়োগ করা হবে এবং তাদেরকে মাসে মাসে কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে। শূন্যপদ গুলির নাম, প্রয়োজনীয় যোগ্যতা,  কিভাবে আবেদন করতে হবে, কি পদ্ধতিতে নিয়োগ করা হবে, কত দিনের মধ্যে আবেদন করতে হবে নিম্নে এই সব কিছুর বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল। 

আবেদন পত্র জমা দেওয়ার পদ্ধতি:-

এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। কারন এখানে অনলাইন আবেদনের কোনো ব্যাবস্থা নেই। সেক্ষেত্রে প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট https://wii.gov.in এ ভিজিট করে সেখান থেকে আবেদন পত্র ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর সেটিকে ভালোভাবে পূরণ করে তার সঙ্গে সকল প্রয়োজনীয় নথীর সেলফ অ্যাটেস্টেড কপি ও আবেদন মূল্যের অরিজিনাল ডিমান্ড ড্রাফ্ট সহযোগে একটি খামের ভেতর ঢুকিয়ে খামের উপর যে পদের জন্য আবেদন জানানো হচ্ছে তার নাম ও আবেদন পত্র জমা দেওয়ার স্থানের  ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এখানে একজন আবেদনকারী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে তাকে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা ভাবে আবেদন করতে হবে এবং প্রতিটি আবেদন পত্রের সঙ্গে আলাদা আলাদা করে আবেদন মূল্যের ডিমান্ড ড্রাফ্ট ও সকল প্রয়োজনীয় নথীর সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি সহযোগে জমা দিতে হবে। 

আবেদন মূল্যের পরিমাণ:-

প্রতিটি পদের ক্ষেত্রেই নির্ধারিত আবেদন মূল্যের পরিমাণ একই। সুতরাং যে কোনো পদের জন্য আবেদন করতে হলেই সাধারণ শ্রেনীর প্রার্থীদের ৭০০ টাকা করে এবং সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের ২০০ টাকা করে আবেদন মূল্য জমা দিতে হবে। 

নিয়োগ পদ্ধতি:-

এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হলে সকল আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। পরবর্তীতে এই লিখিত পরীক্ষায় উত্তীর্নকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কম্পিউটার টাইপিং টেস্ট ও ইন্টারভিউয়ের পারফরম্যান্সের ভিত্তিতে বেছে নিয়ে জয়েনিং লেটার পাঠিয়ে নিয়োগ করা হবে।

শূন্যপদ গুলির নাম:- 

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে যে গ্ৰুপ ‘সি’ও ‘ডি’ লেভেলের পদ গুলিতে কর্মী নেওয়া হবে সেগুলি হল-

• Multi Tasking Staff

• Technician

• Assistant Grade III

• Technical Assistant

• Assistant Diarector

• Senior Technical Officer

নিয়োগকারী সংস্থা:-

কেন্দ্রীয় সরকারের Ministry of Environment, Forests and Climate Change এর অধীনস্থ সংস্থা Wildlife Institute of India এর তরফে ওই সংস্থার অধীনেই উপরিউক্ত শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পদ বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:-

Multi Tasking Staff ও Technician পদ দুটিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ৩০/০৬/২০২৩ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। 

Assistant Grade III পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেইসঙ্গে ২ বছরের IT কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩০/০৬/২০২৩ অনুযায়ী ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। 

Technical Assistant পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Library Science বা সমমানের যে কোনো বিষয়ে ফার্স্ট ক্লাস পেয়ে ব্যাচেলর ডিগ্ৰি পাস করে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩০/০৬/২০২৩ অনুযায়ী ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। 

Assistant Diarector পদের জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে হিন্দি বা ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্ৰি Complete করে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩০/০৬/২০২৩ অনুযায়ী ২৮-২৭ বছরের মধ্যে। 

 

Senior Technical Officer পদের জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Library Science বা সমমানের যে কোনো বিষয়ে ফার্স্ট ক্লাস পেয়ে ব্যাচেলর ডিগ্ৰি পাস করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ১১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হওয়া দরকার ৩০/০৬/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

প্রয়োজনীয় নথীপত্র:-

আবেদন পত্র প্রেরন করার সময় তার সঙ্গে নিম্নলিখিত নথী গুলি সহযোগে প্রেরন করতে হবে। যেমন-

* বয়সের প্রমান পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।

* ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।

* পদ বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট।

* কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

* যে পদের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রয়োজন সেক্ষেত্রে তা দিতে হবে।

* দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

আবেদনের শেষ তারিখ:-

এক্ষেত্রে আবেদন পত্র জমা নেওয়া বর্তমানে চলছে। আর তা শেষ হবে আগামী ৩০/০৬/২০২৩ এ। 

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:-

        To,

        The Diarector, 

        Wildlife Institute of India,

        Chandrabani, Dehradun,

        Uttarakhand.

OFFICIAL NOTICE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment