বিরাট বড় চাকরি! পশ্চিমবঙ্গের আধার দপ্তরে কর্মী নিয়োগ | UIDAI Job Recruitment

By bengalpravakar.com

Published on:

ভারতের বিভিন্ন প্রান্তের উচ্চশিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা দীর্ঘদিন ধরে একটা স্থায়ী ও উচ্চপদস্থ পদে মোটা মাইনের চাকরির জন্য অনবরত চেষ্টা করে চলেছেন, বহুবার বহু পরীক্ষা দিয়েছেন কিন্তু সাফল্য অর্জন করতে পারেননি তাদের জন্য আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বড় সুখবর। আর সেটি হল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) বা আধার দপ্তরের বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তের উচ্চশিক্ষিত বেকার পুরুষ মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনের যোগ্য। নীচে এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

নিয়োগকারী সংস্থার নাম:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের চাকরিতে নিয়োগ করবে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক এন্ড ইনফরমেশন টেকনোলজির অন্তর্গত UIDAI (Unique Identification Authority Of India) বা আধার দপ্তর। এই দপ্তরের বিভিন্ন পদে আবেদনকারী সফল চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

শূন্যপদ গুলির নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়স:-

Senior Account Officer– এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট বা MBA পাস করে থাকতে হবে। এছাড়াও SAS বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাস করে থাকলেও আবেদন করা যাবে। এছাড়াও ISTM অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ক্যাস এন্ড অ্যাকাউন্ট এর ট্রেনিং নেওয়া থাকলেও আবেদন করা যাবে। এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ২৩/১০/২০২২ অনুযায়ী ৫৬ বছরের মধ্যে। তবে SC,ST প্রার্থীরা নিয়মানুযায়ী ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

Assistant Account Officer– এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যে কোন সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট বা MBA পাস করে থাকতে হবে। এছাড়াও SAS বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাস করে থাকলেও আবেদন করা যাবে। অথবা ISTM অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে ক্যাস এন্ড অ্যাকাউন্ট এর ট্রেনিং নেওয়া থাকলেও আবেদন করা যাবে। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে ২৩/১০/২০২২ অনুযায়ী ৫৬ বছরের মধ্যে। তবে এই পদের ক্ষেত্রেও সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

Accountant– এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যে কোনো সরকারি ইউনিভার্সিটি থেকে কমার্স বিভাগে স্নাতক পাস করে থাকতে হবে। এবং সেই সঙ্গে কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে। এবং সেই সঙ্গে রাজ্য বা কেন্দ্রীয় যে কোনো অটোনমাস অর্গানাইজেশন এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রেও চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ২৩/১০/২০২২ অনুযায়ী ৫৬ বছরের মধ্যে। এক্ষেত্রেও সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

Assistant Section Officer- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো অটোনমাস অর্গানাইজেশন পদে বা অ্যাডমিনিস্ট্রেটর এসট্যাবলিসশমেন্ট হিউম্যান রিসোর্স ফাইন্যান্স অ্যাকাউন্টস বাজেটিং ডিপার্টমেন্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এবং সেই সঙ্গে কম্পিউটার এর বেসিক নলেজ থাকতে হবে। এই পদের জন্যেও চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ২৩/১০/২০২২ অনুযায়ী ৫৬ বছরের মধ্যে। এখানেও সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের বয়সের ছাড় দেয়া হবে।

আবেদন পদ্ধতি:- এই দপ্তরে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট টিতে ক্লিক করুন।
২) এরপর সেখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবেন সেটির একটি প্রিন্ট আউট বের নিন একটি A4 সাইজ পেপারে।
৩) এরপর সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৪) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো ফর্মের নির্দিষ্ট স্থানে চিটিয়ে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিন।
৫) তারপর এই ফর্মের সঙ্গে আপনার যাবতীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিন।

প্রয়োজনীয় ডকুমেন্টস:- আবেদন পত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) আপনার নিজের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড করা।
৫) কাস্ট সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা (যদি থাকে)।
৬) এক বা দুই কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা এবং একটি ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প।

নিয়োগ পদ্ধতি:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা ও সময় সীমা:- এই দপ্তরে আবেদন প্রক্রিয়া গত ১৬/০৯/২০২২ তারিখ থেকে শুরু হয়েছে এবং এই আবেদন চলবে আগামী ৩১/১০/২০২২ তারিখ পর্যন্ত। যারা এই সব পদের জন্য যোগ্য ও ইচ্ছুক তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে নিম্মলিখিত ঠিকানায়-
         Director (HR), Unique Identification
         Authority of India(UIDAI), Regional
         Office, 3rd floor, Uttar Pradesh
          Samaj Kalyan Nirman Nigam
          Building, TC- 46/V, Vibhuti Khand,
          Gomti Nagar, Lucknow- 226010.

OFFICIAL NOTICE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment