বিরাট বড় দুঃসংবাদ ! দেশে করোনার পরিস্তিতি খুবই খারাপ ! একদিনে আক্রান্ত প্রায় ১.৫ লক্ষ

By bengalpravakar.com

Updated on:

 

দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে করোনা  সংক্রমণের হার। আবার মোদীজি করোনা সংক্রমণ কমানোর জন্য বলেছেন করোনা  টিকা উৎসব পালন করতে হবে। কিন্তু কোনো কিছুতেই বন্ধ করা যাচ্ছে না করোনা সংক্রমণ। দেশে আজ প্রায় ১.৫ লাখ করোনা আক্রান্ত  হয়েছে। এত বেশি  পরিমানে সংক্রমণ দেশের জন্য বিরাট সংক্রমণ তৈরী করবে বলে বিশেষজ্ঞরা মনে করছে।

 

সবথেকে বেশি আক্রান্ত হয়েছে মাহারাষ্টে , এর পরেই আছে পাঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক এখানে অত্যাধিক হরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এইদিকে একদিনে করোনা তে মারা গিয়েছে ৮৩৯ জন।  দেশে এই প্রজন্ত মৃতের সংখ্যা ১লক্ষ ৬৯ হাজার ২৭৫ জন। এই সংখ্যা পূর্বের তুলনায় খুবই বেশি।

 বর্তমান করোনা তে চিকিসাধীন রয়েছে ১১ লক্ষ ৮ হাজার ৮৭ জন। যেটা সমগ্র রাজ্যকে চিন্তার মুখে ফেলে দিয়েছে। 

Leave a Comment