রাজ্যের স্কুল গুলোতে হিসেব করলে দেখা যাবে প্রচুর প্রচুর শুন্য পদ রয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি স্কুলে কম বেশি কিছু না কিছু শিক্ষকের প্রয়োজন। কিন্তু এই পরিস্থিতিতে রাজ্যে আইনি জটিলতা ও দুর্নীতির কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এছাড়াও আমরা দেখতে পেয়েছি রাজ্য সরকারের দুর্নীতি একের পর এক সামনে ধরা পড়েছে এবং যার দরুন বিভিন্ন শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে যারা সরকারি স্কুলের শিক্ষকতা করার জন্য প্রস্তুতি নিয়ে রয়েছেন, এবং শিক্ষক/ শিক্ষিকা হওয়ার সমস্ত যোগ্যতা অর্জন করে রয়েছেন তাদের জন্য চলে এলো বিশাল বড় একটি সুখবর। নতুন করে সুবিশাল শূন্য পদে শিক্ষক/ শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থী শিক্ষক/ শিক্ষিকা হওয়ার প্রবল ইচ্ছা তারা অবশ্যই এই সুখবরটি বিস্তারিতভাবে জেনে নেবেন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো এছাড়াও আপনারা সর্বশেষে অফিশিয়াল নোটিফিকেশন দেখতে পাবেন যেটার ডাউনলোড করে ভালো করে করে এই চাকরি সম্বন্ধে বিস্তর জানতে পারবেন।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৩০/৬/২০২২ তারিখে।
কাজের ধরন: এখানে মূলত শিক্ষকতা পদের জন্যই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বিভিন্ন বিষয়ে ও বিভিন্ন ধরনের শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হবে। এখানে স্কুলের সমস্ত ধরনের বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে। তবে শুধুমাত্র শিক্ষক নয় শিক্ষকের সঙ্গে সঙ্গে এখানে প্রচুর শূন্য পদের লাইব্রেরিয়ান কর্মীও নিয়োগ করা হবে যাদের কাজের দায়িত্ব থাকবে মূলত লাইব্রেরী ডিপার্টমেন্টে।
আবেদন পদ্ধতি: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
1.প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
2. এরপর চাকরিপ্রার্থীদের লগইন করে ফরম ফিলাপ করতে হবে।
3. আবেদন করার সময় চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে।
4. এরপর চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য জমা করতে হবে তবে সংরক্ষিত পারতে হলে কোন আবেদন মূল্য জমা করতে হবে না।
5. অবশেষ আবেদন পত্রটি প্রিন্ট আউট করে রাখতে হবে পরবর্তী প্রসেসের জন্য।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: এখানে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়ার শুরু হবে 02/07/2022 তারিখ থেকে এবং সরাসরি অনলাইনে আবেদন চলবে 22/07/2022 তারিখ পর্যন্ত।
মোট শূন্যপদ: সবমিলিয়ে এখানে মোট ১৬০০+ বেশি শূন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে যে বিষয়ে শিক্ষকতা করবেন চাকরিপ্রার্থীদের সেই বিষয়ের উপরে অভিজ্ঞতা থাকতে হবে বা সেই বিষয়ে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রেজুয়েশন পাশ হতে হবে এছাড়াও চাকরিপ্রার্থীদের শিক্ষক প্রশিক্ষণ ট্রেনিং যেমন বিএড পাস থাকতে হবে। তবে লাইব্রেরিয়ান ও অন্যান্য কিছু পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বিএড যোগ্যতা লাগবে না। যেকোনো যোগ্যতা পাস থাকলেই আবেদন করা যাবে।
নিয়োগ পদ্ধতি: এখানে যারা আবেদন করবেন তাদের প্রথমে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ পাশ করলে ডকুমেন্ট ভেরিফিকেশন করে চাকরিপ্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে।
বয়স সীমা: এখানে যারা আবেদন করবেন তাদের ১৮ বছর বয়স থেকে শুরু করে ৫০ বছর বয়স হলেও আবেদন করতে পারবেন।