বিরাট সুখবর! রাজ্যে আবারো নতুন করে ক্লার্ক নিয়োগ, যোগ্যতা শুধু উচ্চ মাধ্যমিক পাশ | WB Govt Clerk Recruitment

By bengalpravakar.com

Published on:

 আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা তাহলে আপনার জন্য রয়েছে নতুন করে বিশাল বড় একটু সুখবর। দীর্ঘদিন পর অবশেষে রাজ্যে নতুন করে বিশাল বড় একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবশেষে রাজ্যে নতুন করে ক্লার্ক তথা গ্রুপ সি পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। যারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারি চাকরির খোঁজ করে চলছেন অবশেষে তাদের মুখে হাসি ফুটতে চলেছে এবার। রিপন পরিমাণের শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এখানে এবং এখানে পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দারাই আবেদন জানাতে পারবেন। পুরুষ ও মহিলা সকল ধরনের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে চাকরি করতে হলে অবশ্যই আপনাকে বিস্তারিতভাবেই সুখবরটি জেনে নিতে হবে এবং নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হল যেগুলো দেখে নেবেন।

পদের নাম: নতুন করে এখানে যে পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হল গ্রুপ সি তথা ক্লার্ক।

বয়স: এখানে চাকরি করতে চাইলে চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে তবে যারা সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থী তারা এখানে সরকারের নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় পেয়ে যাবেন।

বেতন: এখানে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের পেয়ে লেবেল 6 অনুযায়ী যে বেতন কাঠামো রয়েছে সেই অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে। এখানে যারা চাকরি করবেন তাদের প্রতি মাসে 22,700- 58,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে চাইলে চাকরিপ্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে পারেন।

আবেদন পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। প্রথমে চাকরি-প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে। এরপর আবেদন পত্রটি প্রিন্ট আউট করে সেটির নির্ভুলভাবে ফিলাপ করতে হবে ও আবেদন পত্রের সঙ্গে একটি পাসপোর্ট সাইজের ফটো সংযুক্ত করতে হবে। এরপর আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস দরকার সেগুলো একত্রিত করে সমস্ত কিছু একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট দরকার সেগুলি হল-

মাধ্যমিকের এডমিট কার্ড

 উচ্চ মাধ্যমিক পাস মার্কসিট ও সার্টিফিকেট

 বয়সের প্রমাণপত্র

 পাসপোর্ট সাইজের ফটোকপি

 কাস্ট সার্টিফিকেট যদি থাকে

 আধারকার্ড অথবা ভোটার কার্ড

 অন্যান্য

আবেদনের শেষ তারিখ: এখানে যে সমস্ত চাকরি পাচ্ছে না আবেদন জানাতে ইচ্ছুক তাদের 31 আগস্ট ২০২৩ তারিখের মধ্যে আবেদন পত্রটি জমা করে দিতে হবে।

আবেদনপত্র পাঠানো ঠিকানা: Sri Sri Ramkrishna Satyananda Dristideep Sikshaniketan. Kalidanga. P.O.- Kharbona, P.S. – Rampurhat, Dist. Birbhum – 731233 (W.B) from 11 a.m. to I p.m. on all working day (except Govt. holiday).

এই চাকরির সম্বন্ধে যদি কোন কনফিউশন থাকে এবং এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানার জন্য চাকরি প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

APPLICATION FORM: CLICK HERE

Leave a Comment