ব্যাঙ্ক অফ বারোদা(BOB) কর্মী নিয়োগ | Bank of Baroda staffs recruitment

By bengalpravakar.com

Updated on:

 

আবাররো ব্যাংকের চাকরি করার সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক অফ বারোদা(BOB)। চাকরির বিরাট বড় সুযোগ রয়েছে এখানে। পশ্চিমবঙ্গ সহ ভারতের আরো অন্যান্য জায়গায় এই কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোনো জায়গার বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশন ও সরাসরি এপ্লাই লিংক নিচে দেওয়া হল বিস্তারিত জেনে নিন।


পদের নাম:
এখানে মোট দুটি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

  • Sr. Relationship Manager(326 Vacancies)
  • e- Wealth Relationship Manager(50 Vacancies)
মোট শূন্যপদ: এখানে সব মিলিয়ে মোট 372 টি শুন্য পদ রয়েছে।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই গ্রাজুয়েশন পাস ও পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে।


বয়স :
আপনি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার বয়স 24 -35 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি SC/ST পার্থী হয়ে থাকেন তাহলে আপনি 5 বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তবে তিন বছর বয়সের ছাড় পাবেন।


আবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে প্রথমেই আপনাকে ব্যাংকক বারোডার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে । তারপর সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে এবং আপনার যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপর আপনাকে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এরপর আপনাকে ফর্মটা সাবমিট করতে হবে এবং ফরমটি প্রিন্ট আউট করে রাখতে হবে।


আবেদনের তারিখ:
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 19/11/2021 তারিখে এবং আবেদন চলবে 9/12/2021 তারিখ পর্যন্ত।

আবেদন মূল্য:
আপনি যদি এখানে আবেদন করতে চান এবং আপনি জেনারেল প্রার্থী বা OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন মূল্য হিসেবে 600 টাকা দিতে হবে এবং আপনি যদি SC/ST/PWD প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন মূল্য হিসেবে 100 টাকা দিতে হবে।

আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশন এ দেওয়া আছে সেটি ভালো করে পড়ে তবেই আবেদন করবেন। নিচে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক ও সরাসরি আবেদনের লিংক দেওয়া আছে।

OFFICIAL NOTICE: CLICK HERE

APPLY NOW: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment