ভারতীয় ডাক বিভাগের কর্মী নিয়োগ | post office recruitment 2021-22

By bengalpravakar.com

Updated on:

 

ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। এখানে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পদ রয়েছে। পুরুষ অথবা মহিলা সকলেই চাকরির জন্য আবেদন যোগ্য আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য খুঁটিনাটি জেনে নিন এবং নিচের লিংক দেওয়া আছে সেখান থেকে আবেদন করতে পারবেন।


যেসব পদে কর্মী নিয়োগ করা হবে :
 

  • পোস্টাল অ্যাসিস্ট্যান্ট,
  • পোস্টম্যান, 
  • MTS


মোট শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা:


পোস্টম্যান:
এখানে মোট 4 টি শূন্য পদ রয়েছে এবং আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনার উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।


পোস্টাল অ্যাসিস্ট্যান্ট:
এখানে মোট 8 টি শূন্য পদ রয়েছে এবং আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

Read More : নভেম্বর মাসে রাজ্যে কি কি চাকরির আবেদন চলছে 



MTS :
এখানে মোট 11 টি শুন্য পদ রয়েছে এবং আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে পোস্টম্যান ও পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এর জন্য বয়স হতে হবে 18 থেকে 27 বছর এবং আপনি যদি এমটিএস পদে চাকরি করতে চান তাহলে আপনার বয়স হতে হবে 18 থেকে 25 বছর।


আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে সম্পূর্ণ অফলাইনে এর মাধ্যমে আবেদন পত্রটিকে জমা দিতে হবে। নিচের ফরমটি দেওয়া আছে সেটি ডাউনলোড করে ফিলাপ করে আপনার পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্রটি জমা দেবেন।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Assistant Postmaster General (Staff) O/o the Chief Postmaster General, N.E. Circle, Shillong-793001.

DOWNLOAD FORMCLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment