ভারতীয় সেন্ট্রাল ব্যাঙ্ক কর্মী নিয়োগ | Central Bank of India recruitment 2021-22

By bengalpravakar.com

Updated on:

 

ভারতীয় সেন্ট্রাল ব্যাংকের( Central Bank of India) তরফে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি ব্যাংকে চাকরি করতে আগ্রহী হন তাহলে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। এখানে নিয়োগ করা হবে SE পদে। যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। আপনি পশ্চিমবঙ্গ তথা ভারতের বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া আছে জেনে নিন।


পদের নাম:
Officers in Specialist or Specialist Officer.


মোট শূন্যপদ:
যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে মোট 115 টি শূন্য পদ রয়েছে।


আবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।


আবেদনের শেষ তারিখ:
23 নভেম্বর 2021 থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে 17 ই ডিসেম্বর 2021 পর্যন্ত।


কারা কারা আবেদন করতে পারবেন:
আপনি ভারতীয় নাগরিক হলে এখানে আবেদন করতে পারবেন , এমনকি আপনি যদি নেপালের নাগরিক অথবা ভুটানের নাগরিক হোন তবুও আপনি এখানে আবেদন করতে পারবেন।


বয়স সীমা:
আপনি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার বয়স 5 বছরের আপনি যদি OBC ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনার বয়স 3 বছর ছাড় পাবেন।


পরীক্ষার ডেট :
আপনি এখানে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 11 ই জানুয়ারি 2022 তারিখে এবং পরীক্ষা হবে 22 জানুয়ারি 2022 তারিখে।

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য নিচে অফিশিয়াল নোটিফিকেশন এ দেওয়া আছে নোটিফিকেশন টা ভালো করে পড়ে নিন ।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

Leave a Comment