মাধ্যমিক পাশের গ্রুপ সি পদে BSF কর্মী নিয়োগ | 10th pass group-C BSF recruitment

By bengalpravakar.com

Updated on:

 

শুধুমাত্র মাধ্যমিক পাসে BSF-এ প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি দেশের হয়ে কাজ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে চাকরি পাওয়ার বিরাট বড় সুযোগ। মাধ্যমিক পাশে গ্রুপ সি পদে BSF এ কর্মী নিয়োগ করবে ডিরেকটরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সের (Directorate General Border Security Force) । আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে নিচে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।


পদের নাম :
এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-


  1. এএসআই (ASI): ১টি পদ

  2. এইচসি (HC): ৬টি পদ

  3. কনস্টেবল: ৬৫টি পদ


মোট শূন্যপদ:
এখানে মোট 72 টি শুন্য পদ রয়েছে।


শিক্ষাগত যোগ্যতা :
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।


আবেদনের শেষ তারিখ :
বিজ্ঞপ্তি প্রকাশের 45 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ আবেদন চলবে 15 ই নভেম্বর 2021 থেকে 29 ডিসেম্বর 2021 পর্যন্ত।


আবেদন পদ্ধতি :
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

OFFICIAL WEBSITE: rectt.bsf.gov.in

Apply Now: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment