মাধ্যমিক পাশের পশ্চিমবঙ্গের জেলার ম্যাজিস্ট্রেট(DM) অফিসের তরফে কর্মী নিয়োগ | WB Govt Job Recruitment

 মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের জেলার ম্যাজিস্ট্রেট(DM) অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর সঙ্গে আরও বিভিন্ন যোগ্যতায় এখানে বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করা হবে। এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে department of women and child development and social welfare পশ্চিমবঙ্গ সরকারের তরফে। এখানে আবেদন করতে চাইলে এবং এই চাকরি সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই খবরটি শেষপর্যন্ত জানতে হবে। নিচের চাকরি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হল যেগুলো থেকে এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।

আবেদন পদ্ধতি: যে সমস্ত চাকরিপ্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে প্রথমে অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনের ফরম টি ডাউনলোড করতে হবে। এরপর আবেদনের ফরম এর সঙ্গে একটি পাসপোর্ট সাইজের ফটোকপি সংযুক্ত করতে হবে ও ফরমটি ভালোভাবে ফিলাপ করতে হবে। এরপর চাকরিপ্রার্থীদের আবেদনের ফরমটি এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট সংযুক্ত করে সেটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করতে হবে: নিচের দেওয়া ডকুমেন্টগুলো জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে-

1.বয়সের প্রমাণপত্র অথবা মাধ্যমিকের এডমিট কার্ড

2.সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস

3. আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড

4.পাসপোর্ট সাইজের ফটোকপি

5. EC Certificate

6. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট

পদের নাম: এখানে যে সমস্ত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল –

1.Paramedical Staff,

2.Out Reach Worker

3.Legal Cum Probation Officer

1. পদের নাম: Paramedical Staff,

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং নার্সিং ডিগ্রী থাকতে হবে।

বয়স: এখানে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে।

বেতন: যে সব চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন তাদের প্রতি মাসে 12000 টাকা করে বেতন দেওয়া হবে।

2. পদের নাম: Out Reach Worker

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীকে শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে।

বয়স: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 35 বছরের মধ্যে।

বেতন: যে সব চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন তাদের প্রতি মাসে 12000 টাকা করে বেতন দেওয়া হবে।

3. পদের নাম: Legal Cum Probation Officer

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে গ্রাজুয়েশন পাস হতে হবে ও কম্পিউটারের নলেজ থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

বয়স: এখানে চাকরি করলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে।

বেতন: এখানে চাকরিপ্রার্থীকে প্রতি মাসের 23,100/- টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: এখানে আবেদনপত্রটি জমা দিতে হবে 15/06/2022 তারিখের মধ্যে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:Office of District Magistrate, Purda Bardhaman at Sub Station Building, 1st Floor, Beside Hawker’s Market, Opposite Lok Sanskrit Mancha, Purba Bardhaman-713101

এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে পড়লে ভালো করে জেনে নিতে পারবেন। উপরের দেওয়ার নিয়োগ সংক্রান্ত তথ্য গুলো অফিশিয়াল নোটিফিকেশন থেকে সংগ্রহ করা হয়েছে।

OFFICIAL NOTICE:CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE

Leave a Comment