দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে SSC মাধ্যমে 42000 শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা করা হলো। দীর্ঘদিন ধরে এ রাজ্যের জল্পনা চলছিল এই কর্মী নিয়োগ নিয়ে অবশেষে এই কর্মী নিয়োগের ঘোষণা করা হলো। জানানো হয়েছে এ বছরের ডিসেম্বর মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি ভাবে সম্পন্ন করে দেওয়া হবে। এরইমধ্যে জানানো হয়েছে আগামী কিছুদিনের মধ্যেই 15 হাজার 247 জন কর্মী নিয়োগ পত্র জারি করে দেওয়া হবে।
42000 শূন্য পদে নিয়োগের ঘোষণা SSC
গত রবিবার প্রেস ইনফরমেশন বিউরো অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এই 42 হাজার নিয়োগের বিশাল বড় একটি ঘোষণা করা হয়। এখানে বলা হয়েছে 2022 সালের ডিসেম্বর মাসের মধ্যেই 42000 নিয়োগপত্র সম্পূর্ণ করে দেওয়া হবে। এছাড়াও SSC দপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসন্ন পরীক্ষার মাধ্যমে 67 হাজার 768 জনকে অতি দ্রুততার সঙ্গে নিয়োগ করা হবে।
এর সঙ্গে আরও ঘোষণা করা হয়েছে 15647 জনের নিয়োগ এর নিয়োগপত্র জারি করা হবে খুব তাড়াতাড়ি । আগামী কয়েক মাসের মধ্যেই এসএসসির তরফে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
যোগ্যতা: বিভিন্ন যোগ্যতায় এখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে আগ্নিপথ প্রকল্পে বিনিয়োগ এর কথা বলা হয়েছে সেখানে চাকরিপ্রার্থীরা মাধ্যমিক যোগ্যতায় আবেদন করার সুযোগ পাবেন।
এখানে কেবলমাত্র নিয়োগ সম্পর্কে ঘোষণা করা হয়েছে, ইতিমধ্যেই এটি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সমগ্রহ দেশজুড়ে আগ্নিপথ প্রকল্পের জন্য তুলকালাম শুরু হয়ে গিয়েছে এবং চলছে প্রচুর আন্দোলন ও বিক্ষোভ, এই পরিস্থিতিতে সরকারের এই নতুন নিয়োগের ঘোষণা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে জানা যাচ্ছে।
কিছুদিন আগেই দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির 10 লক্ষ কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে ঘোষণা করা হয়েছিল আগ্নিপথ নামে নতুন এক প্রকল্পের। যেখানে প্রতি বছর বছর কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল। এরই মধ্যে আবার এসএসসি তরফের নতুন একটি নিয়োগের ঘোষণা করা হলো।
More employment opportunities in Government of India as #SSC to soon complete process for issuance of appointment letters for 15,247 posts; letters to be issued by different departments in the next couple of months.
1/n
— PIB India (@PIB_India) June 19, 2022