মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে প্রচুর শূন্যপদে গ্রুপ-সি কর্মী নিয়োগ | WB Health Command Hospital Group C Recruitment 2022

 

আপনি কি মাধ্যমিক পাস করে সরকারি চাকরির খোঁজ করছেন ? মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের গ্রুপ সি পদে প্রচুর বেতনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে বিশেষ করে পশ্চিমবঙ্গের কমান্ডো হসপিটালের তরফে। মাধ্যমিক পসে সরাসরি Group-C পদে চাকরির নিয়োগ করা হবে। যারা মাধ্যমিক পাস করে সরকারি চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এখানে গ্রুপ-সি পদে চাকরি করতে পারেন। এখানে পশ্চিমবঙ্গের সকল পাসিন্দা আবেদন করার সুযোগ পাবেন। ইতিমধ্যেই এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 14 জুন 2022 তারিখ পর্যন্ত। এখানে পুরুষ ও মহিলা সকলেই আবেদনযোগ্য। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই খবরটি শেষ পর্যন্ত পড়বেন এবং নিচে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে যেটা ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন।


এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে: 
এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

1. রাঁধুনি

2. লোয়ার ডিভিশন ক্লার্ক -LDC

3.Ward Sahayika

4.সাফাইওয়ালা

5.চৌকিদার

6.বার্বার

7. Health Inspector

8.Tradesman Mate

(1) পদের নাম-  রাঁধুনি


শিক্ষাগত যোগ্যতা: 
এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও রান্নার কাজে দক্ষ হতে হবে বা রান্নার কাজ জানতে হবে।


বেতন:
 এখানে প্রতি মাসে পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা করে বেতন দেওয়া হবে।

(2) পদের নাম-  লোয়ার ডিভিশন ক্লার্ক -LDC


শিক্ষাগত যোগ্যতা: 
এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও চাকরিপ্রার্থী কম্পিউটারে জ্ঞান থাকতে হবে বা কম্পিউটারে দক্ষ হতে হবে ।


বেতন: 
এখানে প্রতি মাসে পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা করে বেতন দেওয়া হবে।

(3) পদের নাম- বার্বার


শিক্ষাগত যোগ্যতা: 
এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।এছাড়াও এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থী অবশ্যই উক্ত কাজে দক্ষ হতে হবে।


বেতন: 
এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,800 টাকা করে বেতন দেওয়া হবে।

(4) পদের নাম- সাফাইওয়ালা


শিক্ষাগত যোগ্যতা: 
এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।


বেতন:
 এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা করে বেতন দেওয়া হবে।

(5) পদের নাম- চৌকিদার 


শিক্ষাগত যোগ্যতা:
 এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা করে বেতন দেওয়া হবে।

(6) পদের নাম- Ward Sahayika  


শিক্ষাগত যোগ্যতা: 
এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।


বেতন:
 এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা করে বেতন দেওয়া হবে।

(7) পদের নাম- Tradesman Mate

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা করে বেতন দেওয়া হবে।

(8) পদের নাম- Health Inspector


শিক্ষাগত যোগ্যতা: 
এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।Sanitary Inspector Course Certificate from a recognized Institute.


বেতন: 
এখানে প্রতি মাসে পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা করে বেতন দেওয়া হবে।


বয়স: 
এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18-25/27 বছরের মধ্যে। OBC চাকরি প্রার্থীরা এখানে অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন। SC/ST চাকরিপ্রার্থীরাও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন।


আবেদন পদ্ধতি: 
এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করলে সেখানে আবেদনের ফরম টি পেয়ে যাবেন। সেটা ভালো করে প্রিন্ট আউট করে ফিলাপ করে এর সঙ্গে আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে সেটি নিচের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের খামের উপরে লিখতে হবে“Application For the post of …….“


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন:

1.বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।

2. আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস

3. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

4. আধার কার্ড অথবা ভোটার কার্ড

5. পাসপোর্ট সাইজের ফটো

6. অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে

7. অন্যান্য


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
 আপনাকে নিচের দেওয়া ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে –
“The Commandant, Command Hospital (EC), Alipore, Kolkata- 700027“.


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: 
এখানে আবেদনপত্রটি প্রকাশিত হয়েছে 30 এপ্রিল 2022 তারিখে। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর 45 দিনের মধ্যে এখানে আবেদন করতে হবে অর্থাৎ এখানে আবেদন চলবে 14 জুন 2022 তারিখ পর্যন্ত।


আবেদন মূল্য:
এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 100 টাকা দিতে হবে।


নিয়োগ পদ্ধতি:
এখানে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।


পরীক্ষার সিলেবাস:

General English-50
Quantitative Aptitude-25
General Awareness and GK-50
Reasoning-25

Total150 নাম্বারের পরীক্ষা হবে যেখানে মোট 150 টি কোশ্চেন থাকবে।

এখানে চাকরি করতে আগ্রহী হলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করলে ভালো করে জেনে নিতে পারবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment