আপনি কি মাধ্যমিক পাশ করে দীর্ঘদিন ধরে সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে এবার আপনার অপেক্ষার দিন শেষ হতে যাচ্ছে। মাধ্যমিক পাশে নতুন করে ৯৭ হাজার শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে ভারতীয় পোস্ট অফিসে। ইতিমধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং জানা গিয়েছে এবছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। পশ্চিমবঙ্গেও এই নিয়োগ প্রক্রিয়া চলবে। শুধু মাধ্যমিক পাশ নয় মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেও এখানে চাকরির সুযোগ পাবেন। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ থাকলে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে আরও ভিন্ন ধরনের চাকরি।
যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে:
পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে শুধুমাত্র একটি পোস্ট নয়। এখানে একাধিক পদে বিভিন্ন ধরনের পোস্ট এ কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের পোস্ট অফিসের গ্রুপ ডি পথ থেকে শুরু করে গ্রুপ সি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট মাল্টি টাস্কিং স্টাফ মেইল গার্ড সহ আরো বিভিন্ন ধরনের পদে এখানে কর্মী নিয়োগ করা হবে। এই কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে পশ্চিমবঙ্গের গোটা রাজ্য সহ আরো বিভিন্ন জায়গায়।
মোট শূন্যপদ:
সূত্র অনুযায়ী জানা গিয়েছে ১৫ ই জুলাই ডাক বিভাগের ডিরেক্টর সমস্ত পোস্টাল সার্কেলে চিঠি পাঠিয়েছে এবং কোথায় কত কর্মী শুন্যপথ ফাঁকা রয়েছে সে ব্যাপারে জানার জন্য। জানা গিয়েছে এই চিঠির পরিপ্রেক্ষিতে সরকার নিয়োগের অনুমোদন দিয়েছে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে গত বছর সমস্ত পোস্টাল সার্কেল মিলিয়ে নিয়োগের শূন্য পদ ছিল ৮৭ হাজার এবং এ বছরে আরো প্রচুর কর্মী অবসরপ্রাপ্ত হওয়ায় কর্মী সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মোট ৯৭ হাজার কর্মীর শূন্য পদ তৈরি হয়েছে। ইতিমধ্যেই জানা গিয়েছে চলতি বছরের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: মূলত এখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।শুধু মাধ্যমিক পাশ নয় মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেও এখানে চাকরির সুযোগ পাবেন। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ থাকলে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে আরও ভিন্ন ধরনের চাকরি।
বয়সসীমা: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর ন্যূনতম বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন: এটি কেন্দ্র সরকারিও একটি চাকরিতে কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী চাকরিপ্রার্থীদের এখানে প্রচুর পরিমাণে বেতন দেওয়া হবে। চাকরি প্রার্থীরা এখানে পেয়ে যাবেন প্রতি মাসে 25,500/- টাকা থেকে 81,100/- টাকা পর্যন্ত।
আবেদন পদ্ধতি: চাকরিপ্রার্থীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে পরবর্তীকালে লগইন করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: এখানে আবেদন করার সময় চাকরি প্রার্থীরা যে সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখবেন-
1.মাধ্যমিকের এডমিট কার্ড।
2.আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।
3. আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
4. আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড
5. চাকরি পার্থীর নিজস্ব ফটো ও সিগনেচার
6. বয়সের প্রমাণপত্র
7. এছাড়াও অন্যান্য নথিপত্র (যদি থাকে)
নিয়োগ পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হবে।
ইতিমধ্যে এই নিয়োগের ঘোষণা করা হয়েছে এবং এই নিয়োগ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য চাকরিপ্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে জেনে নিতে পারবেন। ইতিমধ্যেই বিভিন্ন চাকরি সংক্রান্ত নিউজ পোর্টালে এই আপডেটটি বেরিয়েছে।