মাধ্যমিক পাশে প্রচুর পরিমাণে গ্রুপ ডি ও MTS পদে কর্মী নিয়োগ | 10 Pass Govt Job Recruitment 2022

 আপনি কি মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় একটি সুখবর। মাধ্যমিক পাশের এখানে গ্রুপ ডি ও MTS পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশে ও উচ্চ মাধ্যমিক পাশে প্রচুর পরিমাণে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 19/07/2022 তারিখ পর্যন্ত। এখানে পুরুষ ও মহিলা সকলেই আবেদনযোগ্য। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য, যেমন- আবেদন পদ্ধতি, বেতন, বয়স, পদের নাম ইত্যাদি ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হল যেগুলো ভালো করে জেনে নেবেন।

এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে: এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

(1) পদের নাম- MTS

শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।

(2) পদের নাম- MTS(Mali/ Gardener)

শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।

(3) পদের নাম- MTS (Messenger/ Reno Operator )

শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।

(4) পদের নাম- কুক 

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।এছাড়াও এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থী অবশ্যই রান্নার কাজে দক্ষ হতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 2 অনুযায়ী 19,900 – 63,200 টাকা করে বেতন দেওয়া হবে।

(5) পদের নাম- MTS (Chowkidar)

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।

(6) পদের নাম-  Station Officer

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরি-বাঁচিতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।

বেতন: এখানে প্রতি 29,200 – 81,100 টাকা করে বেতন দেওয়া হবে।

(7) পদের নাম- Cleaner

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।

(8) পদের নাম- Civilian Motor Driver (Only for Male Candidates)

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।

বয়স: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 বছরের বেশি এখানে সর্বোচ্চ বয়সসীমা হতে হবে 27 বছর। এছাড়াও রিজাভ ক্যাটাগরি চাকরিপ্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC/ST চাকরিপ্রার্থীরা অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন। OBC চাকরিপ্রার্থীরা অতিরিক্ত তিন বছর বয়সের ছাড় পাবেন। PWD জেনারেল চাকরিপ্রার্থীরা অতিরিক্ত 10 বছর বয়সের ছাড় পাবেন। PWD SC/ST চাকরিপ্রার্থীরা অতিরিক্ত 15 বছর বয়সের ছাড় পাবেন। PWD OBC চাকরিপ্রার্থীরা অতিরিক্ত 13 বছর বয়সের ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি: এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে আপনার নিয়োগ হবে।

আবেদন পদ্ধতি: এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করলে সেখানে আবেদনের ফরম টি পেয়ে যাবেন। সেটা ভালো করে প্রিন্ট আউট করে ফিলাপ করে এর সঙ্গে আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে সেটি নিচের ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে 19.07.2022 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করে দিতে হবে।

এখানে চাকরি করতে আগ্রহী হলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করলে ভালো করে জেনে নিতে পারবেন।


OFFICIAL NOTICE:CLICK HERE
OFFICIAL WEBSITE:CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment