মাধ্যমিক পাশে ভারতীয় রেলে আবারো গ্রুপ ডি কর্মী নিয়োগ, মোট শূন্যপদ 3624 | Railway RRB Group-D Recruitment

By bengalpravakar.com

Published on:

 

সারা দেশের বেকার যুবক যুবতীদের জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে বিরাট নিয়োগের ঘোষণা। আবারও নতুন করে ভারতীয় রেলের অধীনে একইসাথে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে। সম্প্রতি এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগের বিষয়ে জানানো হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে যে এক্ষেত্রে ন্যুনতম যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। সারা দেশের যে কোনো স্থান থেকে বেকার যুবক যুবতীরা এখানে আবেদন জানাতে পারবেন। তবে তাকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে। সুতরাং আপনি যদি ভারতে স্থায়ীভাবে বসবাসকারী একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং ন্যুনতম যোগ্যতায় রেলের চাকরির সন্ধানে থেকে থাকেন তাহলে এটি একটি সুবর্ন সুযোগ। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি তথ্য জেনে নিন। 

আবেদন প্রক্রিয়া:-

ভারতীয় রেলের সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করতে হলে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrc-wr.com এ ভিজিট করতে হবে। তারপর নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করে আবেদন করতে হবে।

• ওয়েবসাইটে ঢুকে প্রথমেই নিজের নাম, ঠিকানা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

• রেজিস্ট্রেশন হয়ে গেলে যে ইউসার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে সেটি দিয়ে Login করলে একটি নতুন পেজ খুলবে।

• সেখানে “Apply Now” লিঙ্কে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হবে।

• এরপর সেখানে নির্দিষ্ট স্থানে যথাযথ তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করতে হবে।

• সবশেষে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ বাকি সব প্রয়োজনীয় ডকুমেন্টস, পাসপোর্ট সাইজ ফটো ও আবেদনকারীর নিজের সিগনেচার স্ক্যান করে আপলোড করে কোনো আবেদন মূল্য জমা দিতে হলে তা ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে তাহলেই আবেদন হয়ে যাবে।

প্রার্থী বাছাই পদ্ধতি:-

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। তাই আবেদন প্রক্রিয়া শেষ হলেই আবেদনকারী প্রার্থীদের জমা করা আবেদন পত্র সহ সকল শিক্ষাগত যোগ্যতার নথীপত্র ও অন্যান্য সব নথীপত্র ভালোভাবে যাচাই করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেখানে ইন্টারভিউয়ের সাথে প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতার পরীক্ষাও নেওয়া হবে। শেষমেষ এই সবকিছুতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যাদেরকে যোগ্য বলে মনে করা হবে তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।

শূন্যপদের বিবরণ

শূন্যপদের নাম ও সংখ্যা:-

ভারতীয় রেলের তরফ থেকে বিভিন্ন ধরনের ট্রেডে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবীশ নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক্ষেত্রে সব ধরনের ট্রেড মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৩,৬২৪ টি। 

ট্রেড গুলির নাম:-

যে যে ট্রেড গুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল-

• Stenographer

• Machinist

• Turner

• Fitter

• Electrician

• Painter

• Carpenter

• Electronic Mechanic

• Welder

• AC/Refrigerator Mechanic

• Plumber

• Wireman

• Draftsman

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-

উপরিউক্ত ট্রেড গুলিতে অ্যাপ্রেন্টিপ পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেইসঙ্গে যে আবেদনকারী যে ট্রেডের জন্য আবেদন করবেন সেই ট্রেডে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ITI কোর্স Complete করার সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা:-

উক্ত ট্রেড গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

স্টিপেন্ডের পরিমাণ:-

উক্ত ট্রেড গুলিতে অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে রেলওয়ে অ্যাপ্রেন্টিস এর স্টিপেন্ড কাঠামো অনুযায়ী স্টিপেন্ড দেওয়া হবে। 

প্রয়োজনীয় নথীপত্র:-

আবেদনের সময় যে সব প্রয়োজনীয় নথী গুলি আপলোড করতে হবে সেগুলি হল-

• বয়সের প্রমানপত্র অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান করা।

• সচিত্র পরিচয় পত্র অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড স্ক্যান করা।

• শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র অর্থাৎ মাধ্যমিকের মার্কসীট, সার্টিফিকেট ও ITI কোর্সের মার্কসীট, সার্টিফিকেট।

• কাস্ট সার্টিফিকেট যদি থাকে তা স্ক্যান করা।

• কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তা স্ক্যান করা।

• ফিজিক্যাল ফিটনেস টেস্ট এর সার্টিফিকেট স্ক্যান করা।

• রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ স্ক্যান করা।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় ও নিত্যনতুন এই ধরনের আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment