মাধ্যমিক পাশে ৪০ হাজার শূন্যপদে পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে কর্মী নিয়োগ | WB 40000 Post Office GDS Recruitment

 

মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে পোস্ট অফিসে প্রায় 40,000 শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন করে পশ্চিমবঙ্গে আবারো গ্রামীণ ডাক সেবক অর্থাৎ GDS পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং মাধ্যমিক পাস করে ভারতীয় পোস্ট অফিসে চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নেবেন। ইতিমধ্যেই এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পোস্ট অফিসে এই প্রথম সব থেকে বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পুরুষ মহিলা সকল চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হল।


পদের নাম:
মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হলো – পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক (GDS)।


শিক্ষাগত যোগ্যতা:
পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস করা সকল চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা সকল চাকরি প্রার্থী যারা মাধ্যমিক পাশ করে আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষিত হলেও চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তবে কেবলমাত্র মাধ্যমিক যোগ্যতায় গণ্য হবে।


আবেদন পদ্ধতি:
এখানে চাকরি প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে নিচে step-by-step আবেদন পদ্ধতি দেওয়া হল যে গুলো ভালো করে জেনে নেবেন-

1.প্রথমে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে – https://indiapostgdsonline.gov.in

2. এরপর চাকরিপ্রার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করতে হবে।

3. এরপর চাকরিপ্রার্থীদের সমস্ত ব্যক্তিগত ডিটেলস ও শিক্ষাগত যোগ্যতার ডিটেলস দিয়ে ফরম ফিলাপ করতে হবে।

4. এরপর চাকরিপ্রার্থীদের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে ও কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।

5. এরপর জেনারেল ওবিসি চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে 100 টাকা পেমেন্ট করতে হবে এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থী যেমন SC/ST/PH ও মহিলা চাকরিপ্রার্থীদের এখানে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের এখানে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 02/05/2022 তারিখ থেকে এবং সরাসরি অনলাইনে আবেদন চলবে 05/06/2022 তারিখ পর্যন্ত।


আবেদনের সময় যে সমস্ত তথ্য দিতে হবে:

i) চাকরি প্রার্থীর নাম অফিশিয়াল ডকুমেন্ট অনুযায়ী।

ii) বাবার নাম/ মায়ের নাম

iii) মোবাইল নাম্বার

iv) ইমেল আইডি

v) জন্মতারিখ

vi) Gender

vii) জাতি

viii) PwD – Type of Disability – (HH/OH/VH)- Percentage of disability (যদি থাকে তবেই নচেৎ এটার প্রয়োজন নেই)

ix) রাজ্য যেখান থেকে মাধ্যমিক পাস করেছেন

x) মাধ্যমিকের মাধ্যম বাংলা অথবা ইংরেজি

xi) মাধ্যমিক পাশের বছর

xii) পাসপোর্ট সাইজের ফটোকপি

xiii) নিজস্ব সিগনেচার


বেতন:
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন তাদের প্রতিমাসে 14000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


বয়স:
এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC/ST চাকরিপ্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পাবেন। OBC শ্রেণির চাকরি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।


আবেদন মূল্য:
এখানে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের অর্থাৎ SC/ST/PWD শ্রেণির চাকরি প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য দিতে হবে না। জেনারেল ও OBC চাকরিপ্রার্থীদের এখানে 100 টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হবে।


নিয়োগ পদ্ধতি:
কোনরকম পরীক্ষা ছাড়াই এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে। এখানে আবেদন করার পরে মাধ্যমিক নাম্বারের উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের মেরিট লিস্ট তৈরি হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন তাদের এখানে ম্যারেড লিস্ট তৈরি করা হবে এবং ওই ম্যারিড এর উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীদের এখানে মেরিট লিস্ট তৈরি হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে।


মোট শূন্যপদ:
সব মিলিয়ে এখানে প্রায় 40,000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের নিয়োগ করা হবে প্রচুর পরিমাণে কর্মী।

যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের গ্রামীণ ডাক সেবক পদে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে ভালো করে দেখবেন। এছাড়া নিচের লিংক দেওয়া আছে যেখানে ক্লিক করে আপনারা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।

OFFICIAL NOTICE: CLICK HETE
OFFICIAL WEBSITE: CLICK HERE

APPLY NOW: CLICK HERE

Leave a Comment