মাধ্যমিক পাশে 10 ধরনের গ্রুপ ডি পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ | Cleark Group-D Recruitment 2022

 

মাধ্যমিক- উচ্চ মাধ্যমিক পাশ করে যে সমস্ত চাকরিপ্রার্থী সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য চলে এলো বিরাট বড় একটি সুখবর। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে 10 ধরনের শূন্য পদে বিপুলসংখ্যক গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করে চাকরির খোঁজ করছেন অথচ চাকরি পাচ্ছেন না তাহলে এই সুখবরটি বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। ইতিমধ্যেই এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 01/08/2022 তারিখ পর্যন্ত। এখানে পুরুষ ও মহিলা সকলেই আবেদনযোগ্য। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য, যেমন- আবেদন পদ্ধতি, বেতন, বয়স, পদের নাম ইত্যাদি ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হল যেগুলো ভালো করে জেনে নেবেন।

এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে: এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

(1) পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক

শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 2 অনুযায়ী 19,900 – 63,200 টাকা করে বেতন দেওয়া হবে।

(2) পদের নাম- কুক 

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।এছাড়াও এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থী অবশ্যই রান্নার কাজে দক্ষ হতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 2 অনুযায়ী 19,900 – 63,200 টাকা করে বেতন দেওয়া হবে।

(3) পদের নাম- সাফাইওয়ালি

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।

(4) পদের নাম- সাফাইওয়ালা

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।

(5) পদের নাম- য়াশারম্যান (Washerman)  

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।

(6) পদের নাম-  বার্বার

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।

(7) পদের নাম-  চৌকিদার  

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও উক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।

(8)পদের নাম- ওয়ার্ড সহায়িকা (Word Sahayika)

বেতন-  এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীকে পে লেভেল 1 অনুযায়ী প্রতিমাসে 18000-59900 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা-  এখানে চাকরিপ্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ওয়ার্ড সহায়িকা পদে কেবলমাত্র মহিলা প্রার্থীর আবেদন করতে পারবেন।

(9)পদের নাম- মেসেঞ্জার

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও উক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।

(10) পদের নাম-  Tradesman Mate

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও উক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।

বয়স: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 বছরের বেশি । এছাড়াও রিজাভ ক্যাটাগরি চাকরিপ্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC/ST চাকরিপ্রার্থীরা অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন। OBC চাকরিপ্রার্থীরা অতিরিক্ত তিন বছর বয়সের ছাড় পাবেন। PWD জেনারেল চাকরিপ্রার্থীরা অতিরিক্ত 10 বছর বয়সের ছাড় পাবেন। PWD SC/ST চাকরিপ্রার্থীরা অতিরিক্ত 15 বছর বয়সের ছাড় পাবেন। PWD OBC চাকরিপ্রার্থীরা অতিরিক্ত 13 বছর বয়সের ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি: এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে আপনার নিয়োগ হবে। চাকরি প্রার্থীরা লিখিত পরীক্ষার সিলেবাসটি ডাউনলোড করতে পারবেন অফিশিয়াল নোটিফিকেশন থেকে।

আবেদন পদ্ধতি: এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা অফিশিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করলে সেখানে আবেদনের ফরম টি পেয়ে যাবেন। সেটা ভালো করে প্রিন্ট আউট করে ফিলাপ করে দর্শন আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে সেটি নিচের ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আপনাকে নিচের দেওয়া ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে –

Command Military Dental Centre, (Northern
Command), NCSR Gate, Opp Army Public School Junior Wing, Udhampur (J&K)
PIN – 182101, c/o 56 APO.

আবেদনের শেষ তারিখ: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে 01.08.2022 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করে দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন:

1.সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস

2.মাধ্যমিকের এডমিট কার্ড

3. পাসপোর্ট সাইজের ফটোকপি

4. বয়সের প্রমাণপত্র

5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে

6. অন্যান্য

এখানে চাকরি করতে আগ্রহী হলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করলে ভালো করে জেনে নিতে পারবেন।


OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE:CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment