মাধ্যমিক পাসে পশ্চিমবঙ্গে প্রচুর কর্মী নিয়োগ | 10th pass staff recruitment in West Bengal

By bengalpravakar.com

Updated on:

 

পশ্চিমবঙ্গ সহ আরো চারটি রাজ্যে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর তরফ। আপনি পশ্চিমবঙ্গের তথা ভারতের যেকোনো জায়গার বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। মা আপনি যদি মাধ্যমিক পাস বা উচ্চমাধ্যমিক বা স্নাতক পাস হয়ে থাকেন তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন যোগ্য । যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। আপনি যদি চাকরি করতে আগ্রহী হন তাহলে নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া আছে জেনে নিন।

পশ্চিমবঙ্গ – WB

পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করা হবে । এখানে মাধ্যমিক পাস ও উচ্চমাধ্যমিক পাসে বিভিন্ন কর্মী নিয়োগ করা হবে।


পদের নাম :
এখানে যেসব পদেও যেসব ধরনের কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল –


  1. Trade Apprentice,

  2. Technician Apprentice,

  3. Trade Apprentice


Trade Apprentice- ডাটা এন্ট্রি অপারেটর


মোট শূন্যপদ
: পশ্চিমবঙ্গে মোট 8 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে।


বয়স:
সরকারি নিয়ম অনুযায়ী এখানে আপনাকে 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া আপনি যদি কোন সংরক্ষিত প্রার্থী হন তাহলে আপনাকে কিছুটা বয়সের ছাড় দেওয়া হবে।


Technician Apprentice

এখানে যেসব পদে কর্মী নিয়োগ হবে :-Filter, Electrician, Electronic Mechanic, Instrument Mechanic, Mechanist



মোট শূন্যপদ:
পশ্চিমবঙ্গে মোট 138 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা :
এখানে আপনি যদি চাকরি করতে চান তাহলে আপনি যেই পদের জন্য আবেদন করবেন সেই পথ অনুযায়ী আপনাকে তিন বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে সঙ্গে আপনার 50% নাম্বার দরকার।


বয়স:
সরকারি নিয়ম অনুযায়ী এখানে আপনাকে 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া আপনি যদি কোন সংরক্ষিত প্রার্থী হন তাহলে আপনাকে কিছুটা বয়সের ছাড় দেওয়া হবে।


Trade Apprentice


এখানে যেসব পদে কর্মী নিয়োগ হবে:
Mechanical, Electrical, Instrumentation, Civil, Electric and Electronic, Electronics. 


মোট শূন্যপদ:
পশ্চিমবঙ্গে মোট 90 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা :
এখানে আপনাকে প্রথমত মাধ্যমিক পাস থাকতেই হবে। এরপর আপনি যদি কোন বিষয়ে আইটিআই করে থাকেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে।


বয়স:
সরকারি নিয়ম অনুযায়ী এখানে আপনাকে 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া আপনি যদি কোন সংরক্ষিত প্রার্থী হন তাহলে আপনাকে কিছুটা বয়সের ছাড় দেওয়া হবে।

এছাড়াও উড়িষ্যা, বিহার ও ঝাড়খন্ড প্রচুর কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে চাকরি করতে চান তাহলে আপনি অফিশিয়াল ওয়েবসাইট থেকে বাইরের রাজ্যের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।


আবেদনের শেষ তারিখ  :
এখানে আবেদন শুরু হয়েছে 5 নভেম্বর থেকে এবং আবেদন চলবে 29 নভেম্বর 2021 পর্যন্ত।

আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিচে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন।

OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

1 thought on “মাধ্যমিক পাসে পশ্চিমবঙ্গে প্রচুর কর্মী নিয়োগ | 10th pass staff recruitment in West Bengal”

Leave a Comment