মাধ্যমিক পাসে পশ্চিমবঙ্গে কলকাতায় কোস্ট কার্ডে কর্মী নিয়োগ | WB Indian Coast Guard recruitment

By bengalpravakar.com

Updated on:

 

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে চাকরির একটি বিশাল বড় সংবাদ। আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই আপনি এই চাকরীর সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা হলেই আপনি এই চাকরির জন্য উপযুক্ত। এই নিয়োগ করা হবে কলকাতা রাজারহাট এর ইন্ডিয়ান কোস্ট গার্ডের হেডকোয়ার্টার অফিসে। চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল এছাড়াও অফিসের ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সরাসরি অফিসে ওয়েবসাইট থেকে ভালো করে খবরটি পড়ে তারপরে আবেদন করবেন।


পদের নাম : যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-


  • ফায়ারম্যান,

  • ইঞ্জিন ড্রাইভার,
  • MTS( চৌকিদার),

  • সিভিলিয়ান MT ড্রাইভার,

  • Fork লিফট অপারেটর,

  • MT Fitter,

  • Lascar


শিক্ষাগত যোগ্যতা:
প্রতিটি পদের জন্য আপনাকে মাধ্যমিক পাস বাধ্যতামূলক। তবে MT Fitter, Lascar ও Fork লিফট অপারেটর ওদের জন্য আপনাকে মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই থাকতে হবে। বাকি পদ গুলোতে আপনি শুধুমাত্র মাধ্যমিক পাসেই আবেদন করতে পারবেন।


বয়স:
এসব চাকরির জন্য আবেদন করতে হলে আপনার বয়স অবশ্যই 18 বছরের থেকে 27 বা 30 বছরের মধ্যে হতে হবে।


নিয়োগের স্থান:
আপনাকে কলকাতা বা হলদিয়া বা তার পার্শ্ববর্তী এলাকায় নিয়োগ করা হবে।


আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করা হবে। আপনারা আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন www.joinindiancostguard.gov.in ওয়েবসাইটে। আপনারা আমাদের ওয়েবসাইটের এই আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন যার লিংক নিচে দেওয়া আছে।


আবেদনের শেষ তারিখ:
আবেদনপত্রে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট 30 দিনের মধ্যে আবেদন করতে হবে । আবেদনপত্রটি প্রকাশিত হয়েছে 25 অক্টোবর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং চলবে 22 নভেম্বর 2021 পর্যন্ত।

আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তাহলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া আছে সেখানে গিয়ে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং নিচের অফিশিয়াল নোটিফিকেশন টা দেওয়া আছে সেটা ডাউনলোড করে ভাল করে পড়ুন।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE


আরো পড়ুন:RRB Kolkata Recruitment 2021

Leave a Comment