শূন্যপদের নাম:-
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় নৌবাহিনীর তরফ সারা দেশ জুড়ে কয়েক হাজার শূন্যপদে অগ্নিবীর এম.আর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা:-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো সরকারি বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও সুস্থ ও বলিষ্ঠ চেহারার অধিকারী হতে হবে। এক্ষেত্রে আবেদনকারী মহিলা চাকরিপ্রার্থীর উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫২ সেমি এবং পুরুষ চাকরিপ্রার্থীর উচ্চতা হতে হবে ১৫৭ সেমি। এবং ওজন হতে হবে কমপক্ষে ৫০ কেজি।
বয়স সীমা:-
এক্ষেত্রে আবেদনকারী পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরই বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ১৭-২৩ বছরের মধ্যে। তবে SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
আবেদন করার নিয়মাবলী:-
ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে প্রকাশিত অগ্নিবীর পদে চাকরির জন্য আবেদন করতে হলে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে যে যে ধাপ অনুসরন করতে হবে সেগুলি হল-
• প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপের browser open করে search box এ ভারতীয় নৌবাহিনীর ওয়েবসাইট লিখে search করতে হবে।
• তারপর ওয়েবসাইট Open হওয়ার পর রেজিস্ট্রেশন Option এ ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
• রেজিস্ট্রেশন হয়ে গেলে এই দপ্তরের পক্ষ থেকে যে User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করলে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আসবে।
• এরপর একে একে সেই ফর্মে আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে ফেলতে হবে।
• এরপর এক এক করে মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তার মার্কসীট ও সার্টিফিকেটের, অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর, এক কপি পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচারের ছবি তুলে স্ক্যান করে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
• সবশেষে এই ফিলাপ করা ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
• বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
• দেশের নাগরিকত্বের প্রমান হিসেবে আধার কার্ড স্ক্যান করা।
• মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
• কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
• ফিটনেস টেস্টের সার্টিফিকেট স্ক্যান করা।
• এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর তাদের প্রথমে একটি ১০০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের শর্টলিস্ট করে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। এতেও যারা উত্তীর্ণ হবেন তাদের অন্তিম ধাপের পরীক্ষা অর্থাৎ মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এতেও যারা উত্তীর্ণ হবেন তাদেরকে বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে প্রকাশিত অগ্নিবীর শূন্যপদে কর্মী নিয়োগের জন্য প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে। এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১৭ ই ডিসেম্বর পর্যন্ত। সুতরাং হাতে আর খুব একটা সময় নেই, যত শীঘ্র সম্ভব আবেদন করে ফেলুন।