মিউনিসিপালিটিতে HHW পদে মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ | West Bengal HHW recruitment

By bengalpravakar.com

Updated on:

 

শুধুমাত্র মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মীর নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। এখানে অফলাইনের মাধ্যমে ফরম জমা করতে হবে এবং সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে আপনাকে দিতে হবে না কোনরকম লিখিত পরীক্ষা। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে নিচে অফিশিয়াল ওয়েবসাইট ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে সেটা দেখে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। এই চাকরি সম্বন্ধে বিভিন্ন খুঁটিনাটি জেনে নেওয়া যাক।


পদের নাম:
Honorary Health Worker (HHW)।অনারারি হেলথ ওয়ার্কার (HHW)


শিক্ষাগত যোগ্যতা :
এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আপনি আবেদন করতে পারবেন।


নিয়োগ প্রক্রিয়া:
এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে।


আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে নিচে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে, সেই নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখানে সবার নিচের পেজ A4 সাইজের আবেদনের ফরম টি আছে, সেটি প্রিন্ট আউট করে ফর্ম ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আপনি নিম্নলিখিত ঠিকানায় ডকুমেন্টগুলো জমা দেবেন।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা :
আবেদন পত্র পাঠাতে হবে আপনাকে executive officer of the ULB.


আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ:
আবেদনপত্রটি আপনাকে জমা দিতে হবে 26 নভেম্বর 2021 তারিখে বিকেল 4 টার আগে।


নিয়োগ স্থান:
আপনাকে নিয়োগ করা হবে জলপাইগুড়ি জেলায়।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও আপনি যদি sc.st.obc ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন।

এছাড়াও চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত যাবতীয় তথ্য আপনারা অফিশিয়াল নোটিফিকেশন থেকে পেয়ে যাবেন। অফিশিয়াল নোটিফিকেশন আপনারা ভালো করে অবশ্যই পড়বেন। নিচে অফিশিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন।


অফিশিয়াল নোটিফিকেশন:
এখানে ক্লিক করে ডাউনলোড করুন

অফিসিয়াল ওয়েবসাইট : এখানে ক্লিক করুন
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment