মোদি স্কলারশিপ এ আবেদন করলেই সকলে পাবেন 36 হাজার করে টাকা | New Scholarship Apply Now

By bengalpravakar.com

Published on:

 

আমাদের দেশে এমন অনেক ছাত্র ছাত্রী আছে যারা পয়সার অভাবে ঠিক মতো লেখাপড়া করতে পারে না। পরীক্ষায় ভালো ফল করা সত্ত্বেও শুধুমাত্র পয়সার অভাবে তাদেরকে লেখাপড়া ছেড়ে দিতে হয়। ফলে লেখাপড়া শিখে বড়ো হয়ে একটা ভালো চাকরি করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নটা তাদের স্বপ্ন হয়েই

 থেকে রায়। তাছাড়া প্রতিটি বাবা মায়ের ই তাদের ছেলে মেয়েদের ভবিষ্যত নিয়ে কিছু না কিছু স্বপ্ন থাকে। তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ সন্তানকে সমাজের একটা সুপ্রতিষ্ঠিত জায়গায় দেখতে চান। কিন্তু চাইলে কি হবে, পয়সার অভাবে তাদের বাবা মায়ের সেই আশা সারা জীবনেও পূরণ হয় না। শুধুমাত্র টাকার অভাবে সেই সব মেধাবী ছাত্র ছাত্রীরা ছেলেমেয়েরা লেখাপড়া ছেড়ে দিতে  বাধ্য হয়। এরফলে তাদের নিজেদের ও তাদের বাবা মায়ের সমস্ত স্বপ্ন ও আশা বরাবরের মতো অন্ধকারে হারিয়ে যায়।

       আমাদের দেশের এইসব গরিব ও অসহায় মেধাবী ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে ৩০০০ টাকা করে বছরে মোট ৩৬,০০০ টাকা স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মোদী সরকার প্রদত্ত এই নতুন স্কলারশিপের নামকরন করা হয়েছে মোদী স্কলারশিপ বা PMSS Scholarship। এই স্কলারশিপের ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই আমাদের দেশের প্রতিটি দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীরা যারা অর্থের অভাবে লেখাপড়ার বয়স থাকা সত্ত্বেও লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তারা আর  এক মূহুর্তও সময় নষ্ট না করে এক্ষুনি আবেদন করে ফেলুন। আর এই স্কলারশিপ পাওয়ার জন্য কি যোগ্যতা থাকা দরকার, কিভাবে আবেদন করতে হবে এই সব কিছু বিশদে জানতে আমাদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন।

 PMSS Scholarship পাওয়ার জন্য আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকা দরকার?

এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে হলে একজন আবেদনকারীর যা যা যোগ্যতা থাকতে হবে সেগুলি হল-

১) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে।

২) আবেদনকারী প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। তবেই সে আবেদন করতে পারবে নচেৎ নয়।

৩) আবেদনকারীকে অবশ্যই একজন এক্স আর্মি, কোস্ট গার্ড, সেন্ট্রাল সিকিউরিটি, এয়ার ফোর্স এবং পুলিশ কর্মী পরিবারের পড়ুয়া হতে হবে।

৪) এবং আবেদনকারী পড়ুয়াকে তার পরিবারের উপরিউক্ত পদ গুলির মধ্যে যে কোনো একটি পদে কর্মরত সেই সদস্যের রোজগারের ভরসায় থাকতে হবে।

৫) এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে পড়ুয়াকে উচ্চমাধ্যমিক বা গ্ৰ্যাজুয়েশান পাস করে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, MBA, MCA, ফার্মাসিস্ট বা যে কোনো ভোকেশনাল কোর্সে অ্যাডমিশান নিয়ে থাকতে হবে। 

এই স্কলারশিপের মাধ্যমে কত টাকা করে পাওয়া যাবে?

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই স্কলারশিপের মাধ্যমে যাকে যে পরিমাণ টাকা স্কলারশিপ হিসেবে দেওয়া হবে তা হল-

     এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারী পড়ুয়াদের মধ্যে ছাত্রীদের প্রতি মাসে ৩০০০ টাকা করে বছরে মোট ৩৬,০০০ টাকা এবং ছাত্রদের প্রতি মাসে ২৫০০ টাকা করে বছরে ৩০,০০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে।

এই স্কলারশিপ পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে?

এই মোদী স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারী ছাত্র ছাত্রীদের সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং যে ভাবে করতে হবে তা হল-

১) প্রথমে google search box এ এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট www.kab.gov.in লিখে search করতে হবে।

২) এরপর এই ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে PMSS Scholarship Option এ ক্লিক করতে হবে।

৩) এরপর এই স্কলারশিপে Apply করার জন্য একটি Application form আসবে সেখানে আবেদনকারীর নিজের নাম, বাবা মায়ের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, জেন্ডার, যে কোর্স করার জন্য ভর্তি হয়েছেন সেই কোর্সের নাম, ইনস্টিটিউটের নাম ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলতে হবে।

৪) এরপর উচ্চমাধ্যমিক, গ্ৰ্যাজুয়েশান পাস এর যাবতীয় ডকুমেন্টসের সাথে অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস ও এক কপি পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচারের ছবি তুলে স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

প্রয়োজনীয় নথীপত্র:-

এখানে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

২) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

৩) উচ্চমাধ্যমিক এবং গ্ৰ্যাজুয়েশান পাসের মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

৪) আবেদনকারী পড়ুয়া উপরিউক্ত কেন্দ্রীয় সরকার অধীনস্থ পদ গুলির মধ্যে যে কোনো একটি পদে কর্মরত বা রিটায়ার যে ব্যাক্তির উপার্জনের উপর নির্ভরশীল সেই ব্যাক্তি যদি শারীরিক ভাবে প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট স্ক্যান করা।

৫) সেই কর্মীর যদি মৃত্যু হয়ে থাকে তাহলে তার ডেথ সার্টিফিকেট স্ক্যান করা।

৬) সেই কর্মী যদি সরকারের তরফ থেকে কোনো সাহসিকতার পুরস্কার পেয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট স্ক্যান করা।

৭) সেই কর্মীর Discharge Certificate/PPO/ Bank Passbook এর ফার্স্ট পেজ স্ক্যান করা।

প্রার্থী বাছাই পদ্ধতি:-

এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র সহ যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস চেক করার পর তাদের মধ্যে থেকে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে মাসে ৩০০০/২৫০০ টাকা করে ট্রান্সফার করে দেওয়া হবে।

আবেদন করার শেষ তারিখ:-

মোদী স্কলারশিপ বা PMSS Scholarship এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য অনলাইন আবেদন পত্র জমা নেওয়ার পোর্টাল ইতিমধ্যেই খুলে গিয়েছে। তাই যে সব ছাত্র ছাত্রীরা আবেদন করতে চান তারা আর সময় নষ্ট না করে যত শীঘ্র সম্ভব আবেদন করে ফেলুন।


MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment