রাজ্যে এক সঙ্গে বিভিন্ন স্কুলের প্রচুর শিক্ষক নিয়োগ। এখানে শিক্ষক নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে, এখানে আপনাকে কোন রকম পরীক্ষা দিতে হবে না। রাজ্যের বিভিন্ন স্কুলে আংশিক সময়ের জন্য সহকারী শিক্ষক এবং কিছু স্কুলে ফুলটাইম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আপনি যদি শিক্ষক হতে চান এবং শিক্ষক হওয়া সমস্ত ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে চাকরির বিরাট বড় সুযোগ। পশ্চিমবঙ্গের অনেকগুলি স্কুলে এই শিক্ষক নিয়োগ করা হবে। নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল জেনে নিন।
পদের নাম: বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ।
1. Train Lady Post Graduate Teacher:
কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে: এখানে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষক নিয়োগ করা হবে যেসব বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-
ইংরেজি
অংক
কম্পিউটার
ফিজিক্স
কেমিস্ট্রি
হিস্ট্রি
জিওগ্রাফি
কমার্স একাউন্ট
আবেদনের শেষ তারিখ :এখানে আপনাকে 7 দিনের মধ্যে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে উক্ত বিষয়ে MA/M.SC করতে হবে সঙ্গে আপনার B.ED ডিগ্রী থাকা বাধ্যতামূলক।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আপনাকে আবেদনপত্রটি নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে-
273 Rabindra Sarani
KOLKATA-700006
অথবা, আপনি নিম্নলিখিত ইমেইল আইডিতে পাঠাতে পারেন- career@mgschoolkolkata.edu.in
2. বিদ্যাভারতী গার্লস হাইস্কুলের শিক্ষক নিয়োগ:
কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে: এখানে যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল –
ফিজিকস
বায়োলজি
জিওগ্রাফি
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে উক্ত বিষয়ে MA/M.SC করতে হবে সঙ্গে আপনার B.ED ডিগ্রী থাকা বাধ্যতামূলক।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Bidya Bharati Girls High School,23A/27NB, Block-B, New Alipore, Kolkata, 700053.
আবেদনের শেষ তারিখ: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে 5 ডিসেম্বর 2021 এর আগে আবেদন করতে হবে।
interested your job