রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রুপ-সি স্টোর কিপার পদে কর্মী নিয়োগ | WB Health Group-C Recruitment

 

পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক-যুবতীদের জন্য আবারও সুখবর। এবার রাজ্যে জেলা ভিত্তিক গ্ৰুপ ‘সি’ পদে কর্মী নিয়োগ হতে চলেছে। গত ১১ ই জানুয়ারি রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে জানানো হয়েছে। এই নিয়োগের বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যটি এই নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে তা হল এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের চাকরি পাওয়ার জন্য কষ্টকরে কম্পিটিটিভ পরীক্ষার জন্য লেখাপড়া করে পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর উপর ভিত্তি করেই তারা খুব সহজেই এখানে স্থায়ী পদে চাকরি পেতে পারবেন। তাহলে আর অপেক্ষা কিসের? এই সুবর্ন সুযোগ হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। আর এই নিয়োগ প্রক্রিয়ার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বেতনের পরিমাণ ইত্যাদির বিষয়ে খুঁটিনাটি জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে জেনে নিন। 

নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদের নাম:-

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে  কিছু সংখ্যক গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে মূলত Store Keeper পদে কর্মী নিয়োগ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। 

আবেদন পদ্ধতি:-

এখানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে হলে চাকরিপ্রার্থীদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ পৌঁছে ইন্টারভিউ দিলেই চলবে। তবে তার জন্য আগে থেকে নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে রাখতে হবে। ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর সঙ্গে ওই বায়োডাটাও নিয়ে যেতে হবে।

প্রয়োজনীয় নথীপত্র:-

ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে যেসব প্রয়োজনীয় নথীপত্র গুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স এর অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স।

৩) পঞ্চায়েত প্রদত্ত স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এর অরিজিনাল কপি।

৪) সরকার স্বীকৃত কোন হাসপাতালের দেওয়া শারীরিক ও মানসিক ভাবে সুস্থতার সার্টিফিকেট এর অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স।

৫) PPO নম্বর লেখা প্রমান পত্রের অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স।

৬) চাকরিপ্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটার অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স।

৭) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে Store Keeper পদে চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা অন্যান্য নিয়োগ প্রক্রিয়া গুলির থেকে একেবারে আলাদা। তাদের বয়স হতে হবে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

নির্বাচন প্রক্রিয়া:-

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশিত Store Keeper পদে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। সুতরাং নির্ধারিত দিনে যারা যারা ইন্টারভিউ দেবেন তাদের পারফরম্যান্স ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে একটি তালিকা তৈরি করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও স্থান:-

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত Store Keeper পদে কর্মী নিয়োগ করার জন্য আগামী ৩০/০১/২০২৩ দুপুর ১২ টা থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে। তাই যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা নিম্নলিখিত ঠিকানায় নির্ধারিত সময় সীমার ৩০ মিনিট আগে অর্থাৎ ১১.৩০ মিনিটের মধ্যে উপরিউক্ত সমস্ত ডকুমেন্টস সহ পৌঁছে যাবেন। ইন্টারভিউ স্থানের ঠিকানা হল👇

         College Council Room,

         Sarat Chandra chattopadhyay,

         Government Medical College

         and Hospital, Uluberia, Howrah


OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSTE: CLICK HERE

Leave a Comment