রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি নতুন নিয়োগের সুখবর। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে গ্ৰুপ ‘সি’ পদে কর্মী নিয়োগ করার জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা রাজ্যের যে কোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতার অধিকারী বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে একটি মোটা অংকের টাকা বেতন হিসেবে দেওয়া হবে। সুতরাং আমাদের রাজ্যের সেই সকল বেকার চাকরিপ্রার্থীরা যারা কোনো লিখিত পরীক্ষার চাপ ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে একটি ভালো সরকারি চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ন সুযোগ। তাই এই সুযোগকে হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। আর এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিশদে জানতে হলে এই প্রতিবেদনটি একটু মন দিয়ে শেষ পর্যন্ত পড়ে জেনে নিন। নিম্নে এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদের নাম:-
পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় অবস্থিত কলকাতা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন Data Entry Operator নিয়োগ করার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বয়সের মাপদন্ড:-
এখানে Data Entry Operator পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৪০ বছরের নিচে।
বেতন কাঠামো:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত নিজেদের যোগ্যতায় চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ২০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:-
কলকাতা বিশ্ববিদ্যালয়ে Data Entry Operator পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তা যেভাবে করতে হবে তা হল-
১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশানের ২ নং পৃষ্ঠায় বায়োডাটার আকারে একটি ফরম্যাট দেখতে পাবেন একটি সাদা প্লেন কাগজে এই ফরম্যাট অনুযায়ী পর পর ঠিক যেভাবে লেখা সেভাবে সেভাবে লিখে বায়োডাটা আকারের অ্যাপ্লিকেশান ফর্মটিকে ফিলাপ করে ফেলুন।
৩) এরপর একে একে যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলুন।
৪) এরপর এই সবকিছু একসাথে খামে ভরে খামের উপর ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে নিজের হাতে জমা দিয়ে আসুন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৭) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর তাদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বর এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ভিত্তিতে একটি শর্টলিস্ট তৈরি করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ই-মেইল এর মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও কম্পিউটার স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এই গুলিতে যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ ও আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:-
কলকাতা বিশ্ববিদ্যালয়ে Data Entry Operator পদে কর্মী নিয়োগের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১২/০৪/২০২৩ পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন পত্র জমা করে আসুন। আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা হল-
To,
The Registrar,
The University of Calcutta.
সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট যে কোনো বিষয়ে অনার্স গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে।