রাজ্যে প্রচুর গ্রুপ ডি, কর্মবন্ধু, নৈশাচার নিয়োগ | WB Group-D Recruitment 2023

By bengalpravakar.com

Published on:

 

পশ্চিমবঙ্গের নতুন একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে DM অফিসের তরফ থেকে অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক পাশে বিভিন্ন ধরনের গ্রুপ ডি প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। যারা পশ্চিমবঙ্গের তথা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা তারাই একমাত্র এখানে চাকরি পাবেন তাই পশ্চিমবঙ্গের বা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হলে এখানে চাকরির বিশাল বড় সুযোগ। এক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে মাধ্যমিক পাস সকল যোগ্যতাতেই চাকরি প্রার্থীরা চাকরি পেয়ে যাবেন। এখানে নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরাই এখানে চাকরি পেতে পারেন। তাহলে চলুন এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

পদের নাম: এখানে গ্রুপ ডি লেভেলের একসঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত গ্রুপ ডি লেভেলের কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো – 

 1. মেট্রন 

2. রাধুনি 

3. সহকারী রাধুনি 

4. নৈশপ্রহরী 

5. কর্মবন্ধু 

শিক্ষাগত যোগ্যতা: এখানে তেমন কোন শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়নি তাই সকল ধরনের চাকরি-প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন। তবে অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস হলেও এখানে আবেদন জানাতে পারবেন।

 বেতন : এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে।

1. মেট্রন পদে যারা চাকরি করবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে  8 হাজার  টাকা।

2. রাধুনি পদে যারা চাকরি করবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 3 হাজার টাকা ।

3. সহকারি রাধুনি পদে যারা চাকরি করবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 2.5 টাকা দেওয়া হবে ।

4. নৈশপ্রহরী পদের যারা চাকরি করবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 3 হাজার টাকা।

5. কর্মবন্ধু পদের যারা চাকরি করবেন তাদের বেতন দেওয়া হবে 2 হাজার টাকা 

নিয়োগ পদ্ধতি: এখানে সরাসরি চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: এখানে আবেদন জানাতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সেটি পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট: এখানে আবেদন করতে হলে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার সেগুলি হল- 

মাধ্যমিকের এডমিট কার্ড

 কাস্ট সার্টিফিকেট যদি থাকে

 পাসপোর্ট সাইজের ফটোকপি

 সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট

আধার কার্ড অথবা ভোটের কার্ড

অন্যান্য

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: এখানে আবেদন প্রক্রিয়ার শুরু হবে 17/08/2023 তারিখ থেকে এবং আবেদন চলবে 31/08/2023 তারিখ পর্যন্ত।

এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই নিচের দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়তে হবে।

OFFICIAL NOTICE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment