রাজ্যে প্রতিবছরই হবে প্রাইমারি আপার প্রাইমারি ও এসএসসি পরীক্ষা! বিরাট বড় সুখবর চাকরিপ্রার্থীদের জন্য

By bengalpravakar.com

Published on:

 

প্রাইমারি ও আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর নিয়ে এল রাজ্য সরকার ।এখন থেকে রাজ্যে প্রতিবছরই হবে প্রাইমারি ও আপার প্রাইমারি টেট ও এসএসসি পরীক্ষা এমনটাই জানিয়ে দিল আমাদের রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । রাজ্যে যারা d.el.ed ও b.ed প্রার্থী রয়েছেন তাদের জন্য অবশ্যই এটি একটি সুখবর। 


তবে রাজ্য প্রতিবছর টেট ও এসএসসি পরীক্ষা হলে পরে পরীক্ষার ভ্যাকেন্সি সংখ্যা কম থাকবে । এই দিক দিয়ে একটু সমস্যা হলেও প্রতিবছর টেট হলে ছাত্র-ছাত্রীদের চাকরি জন্য পড়াশোনার প্রতি আগ্রহ আরো বৃদ্ধি পাবে।

এতদিন ধরে রাজ্যের নিয়মিত প্রাইমারি ও আপার প্রাইমারি চাকরির পরীক্ষা হয়নি তাই d.el.ed ও বিএড করা প্রার্থীরা হীনমন্যতায় ভুগছিল কিন্তু এবার থেকে প্রতিবছর প্রাইমারি ও আপার প্রাইমারি টেট ও এসএসসির চাকরির পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের অনেকটাই সুবিধা হবে।

Leave a Comment