রাজ্যে 15 হাজার শিক্ষক নিয়োগ দু’মাসের মধ্যেই জানালো শিক্ষা মন্ত্রী | WB teacher recruitment announcement

By bengalpravakar.com

Updated on:

 

খুব দ্রুতই রাজ্যে 15 হাজার শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে। আজই ঘোষনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভায়। আগামী দুই মাসের মধ্যে এসএসসি ও আদালতের সমস্ত ঝুট ঝামেলা মিটিয়ে দিয়ে রাজ্যে 15 হাজার শিক্ষক নিয়োগ করা হবে। আজ বিধানসভা এমনটাই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

দীর্ঘ প্রায় আট বছর ধরে আইনি জটিলতায় আটকে রয়েছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ। একের পর এক আইনি জটিলতায় আটকে যাচ্ছে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এবার শিক্ষামন্ত্রী কথায় আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ আর আইনি জটিলতায় আটকে থাকবে না । তিনি বলেন খুব দ্রুতই সমস্ত ধরনের আইনি জটিলতা ও ঝুট ঝামেলা মিটিয়ে দিয়ে দু’মাসের মধ্যেই আপার প্রাইমারিতে 15 হাজার শিক্ষক নিয়োগ করা হবে।

সরকারের জাতীয় শিক্ষা নীতিতে রাজ্যের অবস্থানের কথা স্পষ্ট করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষা মন্ত্রী আরো বলেন জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যের উপর ফতোয়া চাপিয়ে রাজ্য তা মেনে নেবে এমন কোন কথা নেই। বাঙালির একটা চিন্তা সব সময় শিক্ষা বিষয়ে অবগত। তবে জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেক মতভেদ ও মতপার্থক্য রয়েছে। তাই কেন্দ্র থেকে রাজ্যের উপর ঝাপিয়ে দেবে তার মুখ বুজে রাজ্য সহ্য করবে না একতরফা ফতোয়া মানবে না রাজ্য।

তবে শিক্ষামন্ত্রী জাতীয় শিক্ষানীতি নিয়ে যাই বলুক না কেন শিক্ষামন্ত্রী যেহেতু আশ্বাস দিয়েছে দু মাসের মধ্যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে, এটা আপার প্রাইমারি ও SSC চাকরি প্রার্থীদের জন্য খুবই একটি বড় সুখবর।

 MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

1 thought on “রাজ্যে 15 হাজার শিক্ষক নিয়োগ দু’মাসের মধ্যেই জানালো শিক্ষা মন্ত্রী | WB teacher recruitment announcement”

  1. Is it true at all? Because this Government is doing complete corruption regarding recruitment of Teachers since 2011. I gave the primary TET in 2012 and 2016, but they are not disclosing the panel and merit list, only recruiting some candidates in exchange of huge amount of money.

    Reply

Leave a Comment