পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে লক্ষ লক্ষ কর্মী নিয়োগ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো জানিয়েছেন প্রচুর পরিমাণে চাকরি রেডি করা রয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং এখানে চাকরি মেলা অনুষ্ঠানের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সরাসরি চাকরিতে নিযুক্ত করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী কিছুদিনের মধ্যেই কর্মসংস্থান মেলা বা Job Fair অনুষ্ঠানের মাধ্যমে ৩০ হাজার কর্মী নিয়োগ করা হবে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে। এছাড়াও জানানো হয়েছে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে শিল্পক্ষেত্র তৈরি করা হয়েছে যেখানে লক্ষ লক্ষ কর্মী প্রয়োজন এবং পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে এই কর্মী নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী তরফ থেকে জানানো হয়েছে রাজ্যে যাতে আরো বেশি বেশি করে কর্মসংস্থান করা হয় তার দিকে জোর দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন দেওচা পাচামি কয়লা খনি আবিষ্কৃত হয়েছে যেখানে 12 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যেই এখানে প্রায় এক লক্ষ কর্মীর প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যের এবার একমাত্র লক্ষ্য হলো প্রচুর প্রচুর কর্মসংস্থান।
অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ফ্রেড করিডর তৈরি হয়েছে যেখানে 72 হাজার কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে এবং এখানেও কয়েক হাজার কর্মী নিয়োগ করা হবে আগামী কিছুদিনের মধ্যে।
কিছুদিন আগেই রাজ্যে চাকরি মেলা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল যেখান থেকে 10 হাজার কর্মী নিয়োগ করা হয়েছিল রাজ্যে আবারও নতুন করে 30 হাজার কর্মী নিয়োগ করা হবে এই চাকরীর মেলা অনুষ্ঠানের মাধ্যমে যেখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি পেয়ে যাবেন চাকরি প্রার্থীরা।
ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন সংস্থা যেমন- নির্মাণ, স্বাস্থ্য, স্টিল, হোটেল, অটোমোবাইল ও টেলিকম-সহ কোন কোন ক্ষেত্রে কতজন চাকরিপ্রার্থীদের প্রয়োজন তার হিসেব চাওয়া হয়েছে এবং তাদের দেওয়া হিসেব অনুযায়ী জানা গিয়েছে এর রাজ্যে প্রায় 30 হাজার চাকরির শূন্য পদ রয়েছে। ইতিমধ্যেই এই নিয়োগের তালিকা নবান্নে জমা করা হয়েছে, এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের 30000 চাকরির রেডি করা রয়েছে, কর্মসংস্থান মেলা অনুষ্ঠানের মাধ্যমে এসব চাকরি দেওয়া হবে। নতুন করে এবার যে জব ফেয়ার অনুষ্ঠিত হবে এর জন্য রাজ্যকে শিলিগুড়ি, বহরমপুর, কলকাতা, মেদিনীপুর ও বারাসত—মূলত এই পাঁচটি জোনে ভাগ করা হয়েছে।
আবেদন পদ্ধতি: যারা যারা এই চাকরির মেলা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাদের আগে থেকেই রেজিস্টেশন করতে হবে। নিচে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া আছে যেখান থেকে চাকরিপ্রার্থীরা সরাসরি আবেদন করে টোকেন সংগ্রহ করতে পারেন।
1. অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Milan Utsav’ অপশন এ ক্লিক করবেন।
2.এরপরে আপনার সামনে একটি পেজ খুলে যাবে যেখানে আপনারা ‘ Apply For Job Fair’ লিংকে ক্লিক করবেন।
3.এরপর আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ইচ্ছামত পদটি সিলেক্ট করে আবেদন করবেন ।
আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনার নিচের দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। এছাড়াও আপনারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে পারবেন।