রাজ্য জুড়ে কন্যাশ্রী প্রকল্পে প্রচুর সংখ্যক গ্ৰুপ সি কর্মী নিয়োগ | WB kanyashree Group c recruitment

By bengalpravakar.com

Published on:

আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়েদের ২৫ হাজার করে টাকা দিয়ে থাকে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে। এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে ইতিমধ্যেই আমাদের রাজ্যের বহু দরিদ্র মেধাবী ছাত্রী লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে। আর সেই কারণেই ভবিষ্যতে এই প্রকল্পকে আরও বেশি উন্নত ও শক্তিশালী করে তুলতে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বেশ কিছু জেলায় এই কন্যাশ্রী প্রকল্পে বেশ কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল শিক্ষিত বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

আবেদন করার নিয়মাবলী:-

যে সমস্ত চাকরি পার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের এখানে অনলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে, নিচে আবেদন পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হলো-

১) এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।

২) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিস থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে।

৩) এরপর আবেদন পত্রটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।

৪) এরপর প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্টস এর সঙ্গে সংযুক্ত করতে হবে। 

৫) সবশেষে আবেদন পত্রটি একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানা জমা করতে হবে।

প্রয়োজনীয় নথীপত্র:-

আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করা।

৩) মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক ডিগ্রি পর্যন্ত সকল শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।

৫) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।

৬) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।

৭) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

শূন্যপদের নাম:-

রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া কন্যাশ্রী প্রকল্পের যাবতীয় কাজ পরিচালনা করার জন্য রাজ্যের বেশ কয়েকটি জেলার ডাটা ম্যানেজার ও অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে বলে সরকার কর্তৃক অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতনের পরিমাণ:-

এখানে চাকরি করতে হলে চাকরি করতে স্নাতক পাস হতে হবে এবং সেই সঙ্গে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩৭ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি:-

রাজ্য সরকারের তরফে প্রকাশিত কন্যাশ্রী প্রকল্পে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে সকলকে একটি ৫০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের নাম শর্টলিস্ট করে দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ ৪০ নম্বরের কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। এতেও যারা উত্তীর্ণ হবেন তাদেরকে বাছাই করে ইন্টারভিউ লেটার পাঠিয়ে একটি ১০ নম্বরের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই তিনটি ধাপ মিলিয়ে মোট ১০০ নম্বরের নেওয়া পরীক্ষায় যে যত বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হবেন সেই অনুযায়ী একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা:-

এখানে চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া বেশ কিছুদিন ধরেই অর্থাৎ ১৪ ই জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা আর খুব বেশি দেরি না করে যত শীঘ্র সম্ভব আবেদন করে ফেলুন কারন আর হাতে আর মাত্র কয়েক দিন রয়েছে। 

OFFICIAL NOTICE: CLICK HERE

Leave a Comment