রাজ্য জুড়ে বিভিন্ন যোগ্যতায় ৩০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ | WB Govt Job Recruitment

কিছুদিন আগেই আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে শিল্পপতিদের সঙ্গে সংঘটিত হওয়া এক গুরুত্বপূর্ণ বৈঠকে জানিয়েছিলেন যে খুব শীঘ্রই রাজ্যে মোট ৩০০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। আর এবারে মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্তে পাকাপাকিভাবে সরকারি শিলমোহর পড়ল। এতদিন পর্যন্ত রাজ্যের শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যে দুর্নীতি চলছিল এবারে সম্পূর্ণ রুপে তার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং দায়িত্ব নিয়ে একেবারে স্বচ্ছ ভাবে এই ৩০০০০ শূন্যপদে কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া এহেন উদ্যোগ যে স্বাভাবিক ভাবেই রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের কিছুটা হলেও আশার আলো দেখাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

      কিছুদিন আগে নবান্নে শিল্পপতিদের সঙ্গে সংঘটিত ওই বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে খুব শীঘ্রই কলকাতায় World Trade Center এর নিজস্ব একটি শাখা দপ্তর প্রতিষ্ঠিত হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২১ মার্চ এই বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সেই পরিকল্পনা অনুযায়ী গত ২১ শে মার্চ World Trade Center কর্তৃপক্ষের সঙ্গে মার্লিন গ্রুপের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওইদিন ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে World Trade Center এর এশিয়া প্যাসিফিক রিজিয়নের সহ-সভাপতি স্কট ওয়ান এবং মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা ও চেয়ারম্যান সুশীল মোহতা এরা সকলেই উপস্থিত ছিলেন।

      নবান্নে শিল্পপতিদের সঙ্গে সংঘটিত হওয়া বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে সারা পৃথিবীতে World Trade Center এর মোট ১০০ টি শাখা রয়েছে যার মধ্যে সবচাইতে পুরনো শাখাটি রয়েছে মুম্বাই শহরে। ভারতে ইতিমধ্যেই এই সংস্থার ছয়টি শাখা রয়েছে আর সপ্তম তম শাখাটি কলকাতা শহরের বুকে প্রতিষ্ঠিত হতে চলেছে।  এছাড়াও দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর, পুনে এই রাজ্য গুলিতেও World Trade Center এর বেশ কিছু শাখা রয়েছে। 

       মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ভারতে World Trade Center এর সপ্তমতম শাখাটি গড়ে তোলার জন্য নব দিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি এলাকায় ৩৫ লক্ষ বর্গফুট জমি ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নির্বাচন করে রাখা হয়েছে যার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কলকাতা শহরের বুকে এই World Trade Center এর শাখাটি গড়ে উঠলে যেমন রাজ্য জুড়ে ৩০,০০০ বেকারের কর্মসংস্থানের সুযোগ হবে তেমনি বহু বিদেশি মাল্টি ন্যাশনাল কোম্পানি এখানে অর্থ বিনিয়োগ করলে পশ্চিমবঙ্গের বানিজ্যিক ক্ষেত্রে একটা বড়সড় বদল আসবে। 

      বর্তমান যুগে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে প্রাইমারী শিক্ষক নিয়োগ, সিভিক ভলেন্টিয়ার কর্মীদের কনস্টেবল পদে নিয়োগ ইত্যাদিকে কেন্দ্র করে যে দুর্নীতি চলছে তার ফলে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার চাকরিপ্রার্থীরা বারংবার সরকারি চাকরির পরীক্ষা দিয়ে তাতে পাস করা সত্ত্বেও যেখানে চাকরি পাচ্ছেন না সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে এই ৩০,০০০ শুন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা যে রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জীবনে আলাদিনের আশ্চর্য প্রদীপ এর স্বরূপ তা আর বলার অপেক্ষা রাখে না। 


MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment