রাজ্য সরকারি কর্মীদের আকাশে বাতাসে খুশির হাওয়া ! সরকারি কর্মী ও পেনশন ভোগীদের নতুন করে প্রচুর হারে বেতন ও DA বৃদ্ধি | Govt Job Employee

By bengalpravakar.com

Published on:

 সরকারি কর্মচারীদের জন্য আবারও নতুন করে বিশাল বড় সুখবরের ঘোষণা করা হলো। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন করে চলছেন ডিএ বৃদ্ধির দাবিতে। অবশেষে হয়তো আন্দোলন সফল হবে এবং দীর্ঘ দিন পর অবশেষে সুখবর আসবে। ইতিমধ্যেই সরকারি কর্মীদের DA বৃদ্ধির ব্যাপারে সরকারের তরফ থেকে নতুন একটি আপডেট বেরিয়ে এসেছে এবং যেখানে বলা হয়েছে অতি শীঘ্রই সরকারি কর্মচারীদের নতুন করে DA বৃদ্ধি করা হবে। বেশ কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম রাজ্যের শিক্ষা দপ্তরে বেশ কিছু শিক্ষকের দিয়ে বৃদ্ধি করা হয়েছিল এবং আশা করা হচ্ছে রাজ্যের অন্যান্য সমস্ত সরকারি কর্মচারীদেরই বেতন ও ডিএ বৃদ্ধি করা হবে বৃদ্ধি করা হবে।

ইতিমধ্যেই নতুন একটি আপডেট বেরিয়ে এসেছে যেখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের বেতন আবারো নতুন করে ৪ শতাংশ বৃদ্ধি করা হবে। এর ফলে যারা পেনশন ভোগী ও যারা সরকারি কর্মচারী তাদের প্রত্যেকেরই বেতন বৃদ্ধি পাবে। ইতিমধ্যে যারা ১৮ হাজার টাকা করে বেতন পেতেন তারা মহার্ঘ ভাতা হিসেবে পেয়ে যেতেন ৭৫৬০ টাকা কিন্তু নতুন এই বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীরা যারা ১৮ হাজার টাকা করে বেতন পেতেন তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে হবে ৮২৮০ টাকা। নতুন এই বেতন কাঠামো জুলাই মাসের প্রথম তারিখ থেকেই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

প্রতি ৬ মাস অন্তর অন্তর মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা বলা হয়েছে । জানুয়ারি মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত AICPI সূচকের ওপর ভিত্তি করে নতুন করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। ইতিমধ্যেই এপ্রিল মাসের AICPI সূচক ঘোষণা করা হয়েছে এবং মে মাসের AICPI সূচক ঘোষণা করা হবে জুন মাসের ৩০ তারিখে।

কত পরিমাণে বেতন বৃদ্ধি হতে পারে: 

প্রচুর পরিমাণে বেতন বৃদ্ধি করা হবে সরকারি কর্মীদের মে মাসের সূচক অনুযায়ী এমনটাই বোঝা যাচ্ছে। বর্তমান দিনে মূল্য বৃদ্ধির তরুণ রাজ্য সরকারি কর্মীদের AICPI সূচকের উপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে আবারো নতুন করে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। ইতিমধ্যে নতুন করে যে DA বৃদ্ধি করা হবে সেটি আগামী জুলাই মাস থেকেই সরকারি কর্মচারীরা নতুন হারে বেতন পেয়ে যাবেন।  নতুন এই সূচক অনুযায়ী বোঝা যাচ্ছে ৪২ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৪৬ শতাংশ হয়েছে এবং সেই অনুযায়ী বেতন বৃদ্ধি পাবে সরকারি কর্মচারীদের।

তবে এবার দেখার বিষয় কেন্দ্র সরকারের সঙ্গে তাল মিলিয়ে রাজ্য সরকার কবে তাদের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করে ইতিমধ্যে রাজ্য সরকারের কর্মচারীরা আন্দোলন করে চলেছে এবং সুপ্রিম কোর্টে রায়ের অপেক্ষায় রয়েছে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ভবিষ্যৎ। তবে খুব শীঘ্রই জানা যাচ্ছে এই রায় আসবে এবং এই রায় আসার পরে রাজ্য সরকারকে বাধ্যতামূলকভাবে রাজ্য সরকারি কর্মচারীদের সমগ্র বকেয়া DA মিটিয়ে দিয়ে নতুন হারে DA দিতে হবে।

MORE NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় ও নিত্যনতুন এই ধরনের আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment