পশ্চিমবঙ্গের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের পুরুষ ও মহিলা সকল চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যারা এখানে চাকরি করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে খুবই ন্যূনতম অর্থাৎ পঞ্চম শ্রেণী পাস হলেই চাকরি পারছে না এখানে আবেদন করার সুযোগ পাবেন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রেশম শিল্প দপ্তরের গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বয়স, বেতন ও আরো অন্যান্য তথ্য দেওয়া রয়েছে যেগুলো দেখে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন ও এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।
পদের নাম: এখানে রেশন দপ্তরে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে নূনতম ও অতি সামান্য শিক্ষাগত যোগ্যতা থাকলেও চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীরা পঞ্চম শ্রেণি পাস হলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন।
বয়স: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাবেন।
নির্বাচন পদ্ধতি: এখানে যারা আবেদন করবেন তাদের মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। এছাড়াও চাকরিপ্রার্থীরা কিরকম কাজ করতে সক্ষম তার যাচাই করানো হবে।
আবেদন পদ্ধতি: যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে। এরপর অফিসিয়াল নোটিফিকেশন এর নিচের দিকে একটি আবেদন পত্র দেখতে পাবেন অথবা কম্পিউটার থেকে একটি আবেদনপত্র তৈরি করে চাকরিপ্রার্থীরা আবেদন পত্রটি ভালো করে ফিলাপ করে এর সঙ্গে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস সংযুক্ত করে সেটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে পারেন।
আবেদনের ফরমেট: অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে অথবা নিচের দেওয়া ফরমেটে আবেদন পত্রটি বানাতে হবে-
আবেদন পত্র
১) প্রার্থীর নাম: ………….
২) পিতা / স্বামী: ………..
৩) ঠিকানা
ক) বর্তমান.
গ্রাম : ………. , পোস্ট:…………..
গ্রাম পঞ্চায়েত: ………………, থানা : ………….
জেলা: ………………, পিন: ……………
খ) স্থায়ী
গ্রাম : ………. , পোস্ট:…………..
গ্রাম পঞ্চায়েত: ………………, থানা : ………….
জেলা: ………………, পিন: ……………
৪) জন্ম তারিখ……………..
৫) বয়স (০১০১.২০২২ অনুসারে) …………..
৭) শিক্ষাগত যোগ্যতা…………….
৮) আধার কার্ড নম্বর……………….
৯) ভোটার কার্ড নম্বর ……………….
১০) মোবাইল নাম্বার……………….
(১১) ইমেল আইডি……………
১২) তুঁতচাষ ও পলুপালন সংক্রান্ত কাজে কোন পূর্ব অভিজ্ঞতা থাকলে উপযুক্ত প্রমান সাপেক্ষে
বিবরনাদি :
ঘোষনাপত্র
‘আমি এতদ্বারা অঙ্গীকার করছি যে, উপরোক্ত দরখাস্ত বর্নিত বিবরণাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য পরবর্তীতে কোন অংশের সত্যতা বিঘ্নিত হলে আমার প্রার্থী পদ / স্ব-নির্ভর দলের সদস্যপদ খারিজ বলে
স্থান
তারিখ:
আবেদনকারীর স্বাক্ষর
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন:
1.চাকরিপ্রার্থীর নিজস্ব আধার কার্ড
2. নিজস্ব ভোটার কার্ড
3. বয়সের প্রমাণপত্র
4.স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র
5. গ্রাম পঞ্চায়েতের প্রধানের থেকে প্রদত্ত স্বাক্ষর
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: আবেদন পত্রটি ৩ আগস্ট ২০২২ তারিখে বিকেল ৪ টার মধ্যে জমা করতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা: আবেদন পত্রটি জমা করতে হবে উপ-অধিকর্তা, রেশম শিল্প দপ্তর, ১ নাম্বার কন্টেনমেন্ট রোড, পোস্ট – বহরমপুর, জেলা-মুর্শিদাবাদ, পিন-৭৪২১০১।
এই চাকরি সম্বন্ধে যদি কারো মনে কোন কিছু প্রশ্ন থাকে এছাড়াও এই চাকরির আরো বেশ কিছু শর্ত রয়েছে সেগুলো জানতে চাকরিপ্রার্থীরা অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়বেন। এই সম্পূর্ণ তথ্য অফিশিয়াল নোটিফিকেশন এর উপর ভিত্তি করে লেখা হয়েছে।