শিশু সুরক্ষা দপ্তরে রাজ্যের জেলায় জেলায় প্রচুর সংখ্যক গ্ৰুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে | WB DM Office Group-C Recruitment

By bengalpravakar.com

Published on:

প্রাচীন কালে মনীষীরা বলেছিলেন যে শিশুরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের নিজের পরিবারের শিশুরা  জন্মানোর পর থেকেই তারা যাতে সুস্থ ও স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারে সেদিকে লক্ষ্য রাখা। তবে তো তারা বড়ো হয়ে মানুষের মতো মানুষ হয়ে সমগ্ৰ মনুষ্য জাতির মুখ উজ্জ্বল করতে পারবে। কেউ কেউ এই দায়িত্ব পালনে সক্ষম হলেও আমাদের রাজ্য তথা সারা দেশে এমন বহু পরিবার আছে যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হওয়ার দরুন তাদের পরিবারে ছোট ছোট ছেলে মেয়েরা একটু বড়ো হতে না হতেই নিজেদের লেখাপড়া বিসর্জন দিয়ে পরিবারের আর্থিক দুরাবস্থা ঘোঁচানোর জন্য এদিক সেদিক কাজ করে পয়সা উপার্জন করতে বাধ্য হয়। এর ফলে তাদের শৈশব অচিরেই শেষ হয়ে যায় এবং তাদের ভবিষ্যৎ ক্রমশ অন্ধকারের দিকে হাঁটতে থাকে। তাই এবার থেকে এমনটা যাতে আর না হয় সেই কারণে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে এই সব শিশুদের বিষয়ে খবরাখবর নেওয়ার জন্য তাদের লেখাপড়া ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য রাজ্যের প্রতিটি জেলায় জেলায় গ্ৰুপ সি শূন্যপদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যাতে এই সমস্ত কর্মীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্ৰাম ও শহরে ঘুরে ঘুরে এই সব দরিদ্র পরিবারের শিশুদের  বিষয়ে খুঁটিনাটি জেনে সরকারকে সঠিক খবরাখবর দিতে পারেন। এবারে তাহলে চলুন এই চাকরির জন্য আবেদন করতে হলে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন, কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, কিভাবে আবেদন করতে হবে, কত দিনের মধ্যে আবেদন করতে হবে এই সব বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। নীচে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হল।

নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-

পশ্চিমবঙ্গ সরকারের শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (D.M) অফিস গুলিতে কাউন্সিলর পদে কর্মী নিয়োগ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশান মারফত জানা গিয়েছে।

আবেদন পত্র জমা দেওয়ার নিয়ম:-

সংশ্লিষ্ট দপ্তরে কাউন্সিলর পদে চাকরির জন্য আবেদন করতে হলে প্রত্যেক আবেদনকারীকে অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা হয় করতে হবে। কারন এক্ষেত্রে অনলাইনে আবেদন পত্র জমা নেওয়ার কোনো ব্যাবস্থা করা হয়নি। তাই অফলাইনের মাধ্যমে যেভাবে আবেদন পত্র জমা করতে হবে তা হল-

১) আবেদন প্রক্রিয়ার একেবারে শুরুতে চাকরিপ্রার্থীকে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে ক্লিক করে অথবা মোবাইল বা ল্যাপটপ Open করে সেখানে google search box এ এই নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট jhargram.gov.in লিখে search করতে হবে।

২) এরপর অফিসিয়াল ওয়েবসাইট খুললে সেখান থেকে এই নিয়োগের আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।

৩) এরপর একে একে সেই ফর্মে চাকরিপ্রার্থীকে তার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলতে হবে।

৪) এবং একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ও আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে লিখে দিতে হবে।

৫) এরপর প্রার্থীর নিজস্ব এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো ফর্মের মধ্যে দেওয়া নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে চিটিয়ে দিতে হবে। এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিতে হবে। ব্যাস তাহলেই আবেদন পত্র পূরণের কাজ শেষ।

৬) এরপর চাকরিপ্রার্থীকে তার নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিতে হবে।

৭) এরপর সেই জেরক্স কপি গুলি সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।

৮) সবশেষে পূরণ করা আবেদন পত্র সহ এই সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি গুলি একসঙ্গে পিন দিয়ে যুক্ত করে একটি খামে ভরে খামের মুখ ভালো করে আঠা দিয়ে বন্ধ করে উপরে ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেরা গিয়ে নিম্নলিখিত ঠিকানায় Drop box এ জমা করে আসবেন।

প্রয়োজনীয় নথীপত্র:-

আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় নথীপত্র গুলির এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা জমা দিতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) দেশের এবং রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমান হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্ৰাজুয়েশান সহ যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৬) দুই কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

নিয়োগ পদ্ধতি:-

শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশিত শূন্যপদের জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়া শেষ হলে প্রথমে তাদের সকলকে একটি ৮০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদের একটি শর্টলিস্ট করে দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ কম্পিউটার স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এই কম্পিউটার স্কিল টেস্টে থাকছে ১০ নম্বর। এবারে এতে যারা যারা উত্তীর্ণ হবেন তাদের নামের একটি শর্টলিস্ট করে সেই অনুযায়ী শেষ ধাপের পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ তে থাকছে ১০ নম্বর। সবশেষে এই মোট ১০০ নম্বরের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের নামের একটি তালিকা তৈরি করে সেই তালিকা অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের পোস্টের মাধ্যমে বা ই-মেইল করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা দপ্তর।


শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা ও বেতনের পরিমাণ:-

শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশিত কাউন্সিলর পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোনো সরকারি কলেজ থেকে গ্ৰাজুয়েশান ডিগ্ৰি পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে এবং বাংলা, হিন্দি ও ইংরেজি শব্দ অতি দ্রুত কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়াও বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় লেখা, পড়া এবং কথা বলায় পারদর্শী হতে হবে। এই কাউন্সিলর পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ২১-৪০ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর শুরুতে প্রতি মাসে ১৩,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে। তারপর যত দিন যাবে সরকারের পক্ষ থেকে বেতনের পরিমাণ বাড়ানো হবে। 

আবেদনের সময় সীমা ও আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-

এই দপ্তরের তরফে প্রকাশিত কাউন্সিলর পদের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ২৫/১১/২০২২ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১২/১২/২০২২ পর্যন্ত। প্রতিদিন বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত আবেদন পত্র জমা নেওয়া হবে। তাই যে সব বেকার চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান তারা এই নির্ধারিত সময় ও তারিখের মধ্যে নিম্মলিখিত ঠিকানায় আবেদন পত্র পাঠিয়ে দেবেন কারন সময়সীমা পেরিয়ে যাওয়ার পর পাঠানো আবেদন পত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা 👇

         District Child Protection

         Unit, Treasury Building

        (Ground floor), Office Of 

        The District Magistrate,

        Jhargram.


OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSTE: CLICK HERE
APPLICATION FORM: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment