শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ | WB Job Recruitment of Duare Ration Schemes

By bengalpravakar.com

Updated on:

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যের দুয়ারে রেলেশন প্রকল্প চালু করা হবে। সেই মর্মে রাজ্যের বিভিন্ন জেলায় দুয়ারে রেশন প্রকল্পের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে দুয়ারের রেশন প্রকল্পের কাজ কর্মের জন্য প্রচুর কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার। এখানে আপনাকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউ (Walk-in-interview)এর মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে। রাজ্যের বিভিন্ন বিডিও অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং অনেকগুলো নোটিফিকেশন একসঙ্গে জারি করা হয়েছে প্রত্যেকটি বিডিও অফিসে আলাদা আলাদা ভাবে। যেসব বিডিও অফিসের কর্মী নিয়োগ করা হচ্ছে সেগুলোর প্রত্যেকটি আলাদা আলাদাভাবে নোটিফিকেশন লিংক দেওয়া আছে আপনারা সেসব নোটিফিকেশন গুলো ডাউনলো করে বিস্তারিত জেনে তবেই এই চাকরির জন্য আবেদন করতে পারেন।



পদের নাম:
দুয়ারে রেলেশন প্রকল্পের ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ।


বয়স:
এখানে চাকরি করতে হলে আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে গ্রাজুয়েশন পাস সঙ্গে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। আপনি গ্রাজুয়েশন পাস হলেই যে কোন জায়গা থেকে 1 বছরের কম্পিউটার সার্টিফিকেট বের করে নিলেই এই চাকরির জন্য আবেদন করবেন।

আবেদন মূল্য:
এখানে আবেদন করতে আপনাকে কোন রকম মূল্য দিতে হবে না।


বেতন:
এখানে চাকরি করলে আপনাকে 13000 টাকা বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে একটি ফরম পূরণ করে আবেদন করতে হবে। ফরমটি অফিশিয়াল নোটিফিকেশন বের করলে অফিশিয়াল নোটিফিকেশন এর নিচে দেওয়া থাকবে।

আপনারা চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য অফিসের নোটিফিকেশনটি পরলে জানতে পারবেন। অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হল।

Place Notice
Kalna-Purba Bardhaman CLICK HERE
Purba Bardhaman SADAR (NORTH) CLICK HERE
Memari-II Purba Bardhaman CLICK HERE
Raina_II Purba Bardhaman CLICK HERE
Burdwan-II Development Block CLICK HERE
Burdwan SADAR South CLICK HERE

1 thought on “শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ | WB Job Recruitment of Duare Ration Schemes”

Leave a Comment