সমস্ত যোগ্যতায় 16,000 শূন্য পদের নতুন করে কর্মী নিয়োগ | Myntra Job Recruitment 2022

By bengalpravakar.com

Published on:

 সামনেই রয়েছে উৎসবের মরসুম। আর এই উৎসবের মরসুমে 16,000 নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে। যারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং যেকোনো চাকরির খোঁজ করছেন বিশেষ করে যাদের শিক্ষাগত যোগ্যতা কম বা অল্প যোগ্যতায় চাকরির খোঁজ করছেন বিশেষ করে তাদের জন্যই মূলত এই বিশেষ সুখবরটি। তবে এখানে সমস্ত যোগ্যতার চাকরিপ্রার্থীরাই এখানে চাকরি করার সুযোগ পাবেন। উৎসবের মরসুমে এটাই সবথেকে বড় নিয়োগ এমনটাই মনে করা হচ্ছে এবং নিয়োগ করা হবে দুর্গাপূজার আগেই। যারা যারা এখানে চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই বিস্তারিত ভাবে এই সুখবরটি জেনে নেবেন নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

নিয়োগকারী সংস্থা: এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফ্লিপকার্টের অনলাইন ফ্যাশন সাইট Myntra-এ। বিরাট বড় চাকরির সুযোগ সুযোগ রয়েছে এখানে।

মোট শূন্যপদ: এখানে সর্বমোট ১৬ হাজার নতুন করে কর্মী নিয়োগ করা হবে এবং যেখানে বলা হয়েছে ১০০০০ কর্মী নিয়োগ করা হবে প্রত্যক্ষভাবে এবং ৬০০০ কর্মী নিয়োগ করা হবে পরোক্ষভাবে। এবং জানানো হয়েছে এখনো পর্যন্ত উৎসবের মরসুমে এটাই সব থেকে বড় নিয়োগ।

বিগত বছরের তথ্য অনুযায়ী দেখা গিয়েছে Myntra তে প্রায় ১১ হাজার কর্মী নিয়োগ করা হয়েছিল যার মধ্যে ৭ হাজার কর্মীকে স্থায়ীভাবে কাজে নিযুক্ত করা হয়েছিল এবং বাকি ৪০০০ জনকে পরোক্ষভাবে নিযুক্ত করা হয়েছিল।

যে সমস্ত কাজের কর্মী নিয়োগ করা হবে: এখানে যে সমস্ত কাজের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলি হল- বাছাই, প্যাকিং, পিকিং, লোডিং, আনলোডিং, ডেলিভারি, রিটার্ন চেক করা এবং কার্গো ফ্লিট পরিচালনা করা ছাড়াও আরো বিভিন্ন ধরনের কাজে কর্মীদের নিয়োগ করবে মিন্ত্রা।

আবেদন পদ্ধতি: যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের সরাসরি অনলাইনে আবেদন জানাতে হবে- https://careers.myntra.com/jobs ওয়েবসাইটে এ গিয়ে। এখানে চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং যাবতীয় সমস্ত তথ্য ও বায়োডাটা দিয়ে আবেদন পত্রটি সম্পূর্ণভাবে ফিলাপ করতে হবে।

যোগ্যতা: এখানে কোন যোগ্যতার কথা উল্লেখ করা হয়নি। সমস্ত যোগ্যতা চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন। তবে যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা চাকরির সুযোগ রয়েছে এখানে।

ইতিমধ্যে এই নিয়োগের ঘোষণাটি করা হয়েছে মিনত্রা-র চিফ হিউম্যান রিসোর্স অফিসার নূপুর নাগপাল এর তরফে।  ঘোষণা করা পুজোর আগে কর্মী নিয়োগ করা হবে। যারা যারা এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই এই নিয়োগের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করুন তাড়াতাড়ি। এই নিয়োগের সম্বন্ধে আপডেটটি প্রথম প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের বৃহৎ সংবাদ মাধ্যম তথা – bangla.hindustantimes.com এই ওয়েবসাইটে।


MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment