সুখবর! অষ্টম শ্রেণী পাস ও মাধ্যমিক পাশে ভারতীয় রেলে হাজার হাজার শূন্য পদে গ্রুপ ডি নিয়োগ | WB Railway Recruitment 2022

 

ভারতীয় রেলে মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশে হাজার হাজার শুন্য পদে গ্রুপ ডি টাইপের বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। মাধ্যমিক পাশে ও অষ্টম শ্রেণী গ্রুপ-ডি এর বিভিন্ন পদে চাকরির নিয়োগ করা হবে ভারতীয় রেলে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যেকোনো জায়গার বাসিন্দারাই এখানে আবেদন করার সুযোগ পাবেন। আপনি যদি পুরুষ অথবা মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন। এখানে আপনাকে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হল যেগুলো আপনারা ভালো করে দেখে নিতে পারেন। অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে ভালো করে পড়ে আরো বিস্তারিত ব্যাপারটি জেনে নিতে পারবেন।

পদের নাম: এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

ফিটার (Fitter)

মেশিনিস্ট (Machinist)

কারপেন্টারCarpenter

ইলেকট্রিশিয়ানElectrician

পেইন্টারPainter (General)

মেকানিক  Mechanic (DSL)

ওয়েল্ডার(Welder (G&E)

আরমেচার বাইন্ডার(Armature Winder)

ইনফরমেশন অ্যান্ড টেকনলজি সিস্টেম মেইট্যানেন্স (Information Technology & Electronic System Maintenance)

ওয়ারম্যান (Wireman)

প্লাম্বার (Plumber)

মেকানিক কাম অপারেটর ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম  (Mechanic cum Operator Electronics Communication System) 

হেলথ স্যানিটারি ইন্সপেক্টর  (Health Sanitary Inspector)

মাল্টিমিডিয়া আন্ড ওয়েব পেজ ডিজাইনার  (Multimedia and Web Page Designer) 

এম এম টি এম ( MMTM) 

ক্রেন (Crane)

ড্রউট্ম্যান Draughtsman (Civil)

স্টেনোগ্রাফার  Stenographer (English& Hindi)

শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে অথবা আইটিআই পাস হতে হবে।

নিয়োগ পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে না। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন তাদের সমস্ত নথি যাচাই করে দেখা হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তীকালে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। পরবর্তীকালে ইন্টারভিউ এর নাম্বার অন্যান্য শিক্ষাগত যোগ্যতার নাম্বার সমস্ত কিছু একত্রিত করে মেরিট লিস্টের ভিত্তিতে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে । এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা ফর্ম রয়েছে যে যেই পদের জন্য আবেদন করবেন তাকে সেই পদের ফরম ফিলাপ করতে হবে। আবেদনের ফরম ফিলাপ অনলাইন এর মাধ্যমেই করতে হবে। সমস্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদনকারীকে আবেদন পত্রটি পূরণ করতে হবে। এরপর আবেদনপত্রের উপর একটি পাসপোর্ট সাইজের ফটোকপি এবং আবেদনপত্রের শেষে স্ক্যান করে সিগনেচার লাগাতে হবে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে অবশেষে আবেদন পত্রটি সাবমিট করে দিতে হবে।

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। অফিসিয়াল ওয়েবসাইটটি হল-https://www.rrcpryj.org-/

আবেদনের সময় যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন:

1.চাকরি পার্থীর সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস

2. পাসপোর্ট সাইজের ফটোকপি

3.আধার কার্ড অথবা ভোটার কার্ড

4.বয়সের প্রমাণপত্র

5. জাতিগত শংসাপত্র

6.স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র

বয়স: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। আপনি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন।

আবেদনের শেষ তারিখ: এখানে আবেদন শেষ তারিখ হল 01/08/2022 ।

মোট শূন্যপদ: সবমিলিয়ে এখানে মোট ১৬৬৯ পদে কর্মী নিয়োগ করা হবে।

আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করলেই ভালো করে জেনে নিতে পারবেন।


OFFICIAL NOTICE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment