সুখবর! একসঙ্গে তিন মাসের বেতন পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা | WB Govt Job Employee Update

By bengalpravakar.com

Published on:

রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন ছোটো বড়ো দপ্তরে কর্মরত চাকুরিজীবীদের ৩ মাসের বেতন অগ্ৰিম দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বর্তমানে এই নিয়ম কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বহাল থাকলেও এবার থেকে রাজ্য সরকারের অধীনস্থ কর্মীদেরকে ও এই সুবিধা পাইয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার থেকে রাজ্য সরকারি কর্মীদের যদি কোনো জরুরি ভিত্তিতে বেশি পরিমাণ অর্থের প্রয়োজন হয় আর সেই সময় যদি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা না থাকে তাহলে তাদেরকে বাইরের কোনো জায়গা থেকে চড়া সুদে লোন নিতে হবে না। এখন থেকে যে ব্যাঙ্কে তাদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকেই তারা তাদের মাসিক বেতনের তিনগুণ বেশি পরিমাণ টাকা অগ্রিম নিতে পারবেন। এবং তা সম্ভব হবে যে নিয়মের জন্য তার নাম হল Salary Overdraft Facility।

       এই নিয়মের দ্বারা রাজ্য সরকারি কর্মীরা যদি তাদের স্যালারি অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে রয়েছে সেই ব্যাঙ্ক থেকে তাদের বেতনের তিনগুণ বেশি পরিমাণ টাকা একবারে অগ্ৰিম নেন তাহলে সেক্ষেত্রে তাদের মাত্র ১-৩ শতাংশ হারে সুদ দিতে হবে। যেখানে ওই পরিমাণ অর্থ অন্য কোথাও থেকে নিতে গেলে তাদেরকে খুব কম করে হলেও ৫-৬ শতাংশ বা তার চেয়েও বেশি হারে সুদ দিতে হবে। তাছাড়া যেখানে অন্য কোথাও থেকে লোন নিলে লোন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে লোন পেতে অনেকখানি বাড়তি সময় লেগে যায় সেখানে এই Salary Overdraft Facility এর মাধ্যমে যদি কোনো সরকারি কর্মী লোন নেন তাহলে তিনি খুব অল্প সময়ের মধ্যেই তার প্রয়োজনীয় অর্থ পেয়ে যাবেন।

       তবে উপরিউক্ত এই পদ্ধতিতে তিন মাসের বেতন অগ্ৰিম পাওয়ার সুবিধা আপনি আপাতত SBI(State Bank Of India), PNB(Panjab National Bank), ICICI, HDFC, Axis Bank এর মতো জনপ্রিয় কয়েকটি ব্যাঙ্কে পাবেন। তবে ভবিষ্যতে অন্যান্য সব ব্যাঙ্কেও এই সুবিধা মিলবে বলে আশা করা হচ্ছে। এই Salary Overdraft Facility এর সুবিধা লাভ করতে হলে আপনাকে আপনার যে ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে আপনি যদি মাসিক বেতনভোগী সরকারি কর্মী হন তাহলে সেই বিষয়টি জানিয়ে এবং তার সঙ্গে আপনি কত টাকা বেতন হয় পান সেই বিষয় টিও জানাতে হবে। এই বিষয়ে জানার পর ব্যাঙ্কের ম্যানেজার আপনাকে এই Overdraft Facility এর বিষয়ে সবকিছু বিস্তারিত ভাবে বুঝিয়ে বলবেন। আর সবকিছু ভালোভাবে বোঝার পর আপনি এই সুবিধা লাভের জন্য আবেদন করতে পারবেন।

       তবে এই Salary Overdraft Facility এর মাধ্যমে তিন মাসের বেতন অগ্ৰিম পাওয়ার কিছু শর্ত রয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র যে ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট থাকলেই এই সুবিধা লাভ করা যাবে তা নয়। এর জন্য যে যে শর্ত গুলি পালন করতে হবে সেগুলি হল-

১) এই পদ্ধতির মাধ্যমে কেবলমাত্র যে সব সরকারি কর্মীরা মাসিক বেতন পান তাদেরকেই কেবলমাত্র তিন মাসের বেতন অগ্ৰিম দেওয়া হবে।

২) তবে শুধু মাসিক বেতন হলেই হবে না সেই প্রাপ্য বেতনের পরিমাণ যাচাই করে সেই অনুযায়ী তিন মাসের বেতন অগ্ৰিম দেওয়া হবে।

৩) এক্ষেত্রে আবেদনকারী আগে যদি কখনো কোনো ঋন নিয়েছেন কিন্তু তা শোধ করেননি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলেও তিনি এই পদ্ধতিতে তিন মাসের বেতন অগ্ৰিম পাবেন না।

আবেদন পদ্ধতি:-

এই Salary Overdraft Facility এর মাধ্যমে তিন মাসের বেতন অগ্ৰিম পেতে হলে আবেদনকারীকে তার যে ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে কথা বলে ১৬ নম্বর ফর্ম বা স্যালারি স্লিপ জমা দিতে হবে। তারপর সেই ব্যাঙ্ক ম্যানেজার যদি তাকে যোগ্য বলে মনে করেন তাহলে তাকে এই সুবিধা দেবেন।

আবেদনের সময়সীমা:-

Salary Overdraft Facility এর সুবিধা পাওয়ার জন্য আবেদন করার কোনো শেষ সময় সীমা নেই। আপনাদের প্রয়োজনীয় যোগ্যতা থাকলেই আপনারা এই সুবিধা লাভ করার জন্য আবেদন করতে পারবেন।


MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment