করোনা মহামারী চলাকালীন টানা প্রায় দেড় থেকে দু’বছর সকল সরকারি চাকুরিজীবীরা তাদের প্রাপ্য DA(Dearness allowance) বা মহার্ঘ্য ভাতা পাওয়া থেকে বঞ্চিত ছিলেন। সেই সময় সারা দেশ ব্যাপী এই মহামারী অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার ফলে দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি এতটাই দুর্বিসহ হয়ে পড়েছিল যে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য DA অর্থাৎ মহার্ঘ্য ভাতা নিয়মমাফিক মেটানো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তবে সেই সময় সরকার কথা দিয়েছিল যে পরিস্থিতি একটু নিয়ন্ত্রনে এলেই তারা সকল সরকারি চাকুরীজীবীদের প্রাপ্য সমস্ত DA মিটিয়ে দেবে।
কথায় আছে ভদ্রলোকের এক কথা। আর তাই আমাদের দেশের সরকারও কথা দিয়ে কথা রেখেছেন। এই বছর অর্থাৎ ২০২২ সালে পরিস্থিতি বেশ অনেকখানি নিয়ন্ত্রনে আসতেই আমাদের দেশের কেন্দ্রীয় সরকার সপ্তম পে কমিশন গঠন করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগের পাওনা ৩৪% DA এর সঙ্গে আরও ৪% বাড়িয়ে মোট ৩৮% করে গত অক্টোবর মাস নাগাদ সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য বকেয়া DA মিটিয়ে দিয়েছেন।
তবে শুধুমাত্র সপ্তম পে কমিশন গঠন করে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য বকেয়া DA মিটিয়ে দিয়েই সরকার থেমে থাকেনি। সপ্তম পে কমিশন অনুযায়ী সরকারি কর্মীদের DA বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমানতালে তাদের প্রাপ্য TA(Traveling Allowance) এর পরিমাণও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এর ফলে আগে যেমন কেন্দ্রীয় সরকারি কর্মীরা রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেসে করে সফর করতেন এখন থেকে তারা দেশের প্রথম প্রাইভেট ও সবচাইতে বেশি লাক্সারি এক্সপ্রেস তেজস এক্সপ্রেসে করে সফর করতে পারবেন। এছাড়াও সব কিছু ঠিকঠাক থাকলে আগামী নতুন বছরের জানুয়ারি মাসে আরও একটি নতুন পে কমিশন অর্থাৎ অষ্টম পে কমিশন গঠন করে সকল সরকারি কর্মীদের বেতন আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তাই একসাথে এই দুটো সুখবর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
একদিকে যখন সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের প্রাপ্য DA ও TA সবকিছু ঠিকঠাক ভাবে পেয়ে যাওয়ায় তাদের বেতন দিনে দিনে ক্রমশ বেড়েই চলেছে তখন অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা তাদের প্রাপ্য বকেয়া DA আদায়ের জন্য দিনের পর দিন ধরে হাইকোর্টের মাধ্যমে আন্দোলন করেও যখন আজ পর্যন্ত তাদের পাওনা আদায় করতে পারলেন না তখন তারা বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের আপিল করতে বাধ্য হয়েছেন। আর এর ফলে বেশ বড়সড় একটা চাপের মুখে পড়েছে রাজ্য সরকার।
ইতিমধ্যে জানা গিয়েছে রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি বেতনের আদলে। আদালতের নির্দেশে রাজ্যের সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দেতে হবে। ফলে সমস্ত ধরনের সরকারি কর্মীদের মূল বেতনের থেকে বেতনের পরিমাণ বহুগুনে বৃদ্ধি পাবে যেটি সরকারি চাকরিপ্রার্থীদের জন্য অবশ্যই বিরাট বড় একটি সুখবর।