আজ আমরা আপনাদের এমন কয়েকটি সিজিনাল ব্যাবসার সন্বন্ধে জানাব যেগুলিতে আপনি খুব সামান্য পরিমাণ টাকা বিনিয়োগ করে খুব সহজেই প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তবে আপনি যে ব্যাবসাই করুন না কেন আর সে ব্যাবসা ছোট হোক বা বড়ো প্রত্যেক ব্যাবসার ক্ষেত্রেই তিনটি জিনিস হল অত্যন্ত জরুরি। আর সেগুলি হল- অর্থ, সময় এবং পরিশ্রম। তবে কম অর্থ বিনিয়োগ করেও ব্যাবসা করা যায় কিন্তু সময় আর পরিশ্রম এই দুটোর যদি অভাব থাকে তাহলে সেই ব্যাবসা কোনো দিনও দাঁড়াতে পারবে না। তাই আপনাকে সব সময় কম অর্থ বিনিয়োগ করে হলেও সঠিক পরিমাণ সময় ও পরিশ্রম দিয়ে ব্যাবসা করতে হবে, তাহলেই ছোট বড়ো তেমন ব্যাবসাই হোক না কেন আপনি খুব সহজেই তাতে উন্নতি করতে পারবেন।
তাহলে চলুন এবারে দেখে নেওয়া যাক যে অতি অল্প পরিমাণ পুঁজিতে কোনো কোনো সিজিনাল ব্যাবসা করে আপনি খুব কম সময়ের মধ্যে অনেক টাকা উপার্জন করতে পারবেন।
শাক-শব্জি ও ফলের ব্যাবসা:-
শাক- শব্জি ও ফলের ব্যাবসায় আপনি খুব কম টাকা বিনিয়োগ করে তার দ্বিগুণ পরিমাণ টাকা প্রতি মাসে আয় করতে পারবেন। আর তার জন্য আপনাকে কোনো রকম শব্জি বা ফলের চাষ করতে হবে না। যেহেতু এখন শীতকাল ফল ও শাকসবজি ফ্রিজ ছাড়াই অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সেহেতু আপনি মাত্র হাজার পাঁচেক টাকা দিয়ে পাইকারি বাজার থেকে শব্জি বা ফল কিনে সেগুলি বাজারে বিক্রি করে যে টাকা বিনিয়োগ করেছিলেন তার থেকে দ্বিগুণ বা তিনগুণ বেশি টাকা উপার্জন করতে পারবেন।
ফুলের ব্যাবসা:-
যেহেতু এখন শীতকাল তাই অগ্ৰহায়ন থেকে শুরু করে ফাল্গুন মাস পর্যন্ত টানা চার মাস বিয়ের সিজিন চলবে । তার সঙ্গে আবার জন্মদিন বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, পৈতে বাড়ি এই সমস্ত গুলোও আছে। তাই সারা শীতকাল ভোর এই কাজের বাড়ি গুলিতে খুব কম টাকায় পাইকারি বাজার থেকে ফুল কিনে সেই ফুল দিয়ে ঘর সাজিয়ে বা গাড়ি সাজিয়ে আপনি যে টাকা বিনিয়োগ করেছিলেন তার থেকে অনেক বেশি পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন।
ফাস্ট ফুড ব্যাবসা:-
এখনকার দিনের মানুষ বাড়িতে তৈরি খাবারের তুলনায় বাইরের দোকানের তৈরি খাবার খেতে বেশী পছন্দ করেন। এখনকার দিনে সমস্ত মানুষ নিজেদের প্রফেশনাল কাজে এতটাই ব্যাস্ত থাকেন যে তারা বাড়িতে রোজকার রান্না বাদে আলাদা করে কোনো স্পেশাল খাবার বানানোর জন্য সময় পান না । তাই তারা বাইরের ফাস্ট ফুড সেন্টার গুলি থেকে তাদের ইচ্ছা মতো খাবার কিনে বা অনলাইনে অর্ডার করে বাড়িতে এনে খায়। সেই কারনেই এখন ফাস্ট ফুডের চাহিদা খুব বেশী। আর এই ফাস্ট ফুড তৈরি করতে যা না খরচ তার থেকে তিনগুণ পরিমাণ পর্যন্ত বেশি টাকা লাভ হয়। তাই আপনারা এই ফাস্ট ফুডের ব্যাবসা করেও প্রতি মাস কিছু না হলেও ৩০-৪০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
আচারের ব্যাবসা:-
যেহেতু এখন শীতকাল খেতে বসে ভাতের পাতে একটু আচার না হলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তাই এই শীতকালে আচারের খুব চাহিদা থাকে। তাই শীতকালে যেহেতু বাজারে প্রচুর চালতা, আমড়া, টমেটো, তেঁতুল উঠেছে আর এগুলো দামেও খুব সস্তা তাই বাজার থেকে এই ফল গুলি পাইকারি দরে কিনে এনে তা দিয়ে বাড়িতে আচার বানিয়ে বয়ামে ভরে সিল করে দোকানে দোকানে সাপ্লাই করে প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
উপরে আমরা যে ব্যাবসা গুলির কথা বললাম সেগুলি শুধু শীতকালেই নয় সারা বছর ধরে করেও আপনারা প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।